পুবের কলম, ওয়েবডেস্কঃ সামনেই মোহনবাগান ক্লাবের নির্বাচন। আর সেই নির্বাচনের আগে মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে মোহনবাগান ক্লাবে শনিবার ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল।
এদিন ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। দুপুরে সেই মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে দুই দলের মধ্যে ব্যাপক সংঘর্ষ হল। পরিস্থিতি রীতিমতো অগ্নিগর্ভ হয়ে ওঠে। দুপুর থেকেই ক্লাব তাঁবুতে আসতে থাকেন কর্মকর্তারা। ভিড় জমান সদস্য সমর্থকরাও। দুপুরের পর থেকে পরিস্থিতি পাল্টে যায়। ক্লাবের গেটের ঠিক বাইরে দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয়ে যায় সংঘর্ষ। কারোর হাতে ব্যাট কারোর হাতে উইকেট।
এমনকি ক্লাবের গেটের বাইরে দাঁড়িয়ে থাকা প্রাক্তন ফুটবলার তথা মোহনবাগান ক্লাবের শীর্ষ কর্তা সত্যজিৎ চট্টোপাধ্যায়ের গাড়িও ভাঙচুর করা হয়। ময়দান থানার পুলিশ এসে বেশ কিছু লোককে গ্রেফতার করে নিয়ে যায়। মারামারিতে আহত হন অনেকেই। তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। যদিও এই ঘটনার দায় স্বীকার করেনি দেবাশীষ দত্ত সৃঞ্জয় বসুরা। ক্লাবের ভিতরে অবশ্য এর কোনও আঁচ পড়েনি।