০১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

আইনজীবী দম্পতির বাড়িতে ডাকাতি, ধৃত গৃহকর্তা! চক্ষু চড়কগাছ পুলিশের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১২ মার্চ ২০২২, শনিবার
  • / 4

পুবের কলম প্রতিবেদক: কলকাতার বেলেঘাটা এলাকার এক মহিলা আইনজীবীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। শুধু তাই নয়, ওই আইনজীবীর বাড়ির লোকজনকে মারধর করাও হয় বলে অভিযোগ। সেই ঘটনার রহস্যভেদ করার পর তাজ্জব পুলিশ। গত জানুয়ারি মাসে ওই ডাকাতির ঘটনায় ধরা পড়লেন মহিলারই স্বামী। তিনিও অবশ্য পেশায় আইনজীবী।

জানা গিয়েছে,  বেলেঘাটার ওই মহিলার বাড়ি থেকে লক্ষাধিক টাকা লুঠ করা হয়।   মারধর করা ওই আইনজীবীর পরিবারের সদস্যদেরও। আর সেই ডাকাতির ঘটনায় অবশেষে গ্রেফতার করা হলেন মূল ষড়যন্ত্রকারী।  তিনি সম্পর্কে মহিলা আইনজীবীর স্বামী। ধৃতের নাম শুভাশিস দাশগুপ্ত।
জানা গিয়েছে, শুক্রবার রাতেই তাঁকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। শনিবার আদালতে পেশ করা হয় বলে খবর। সূত্রের খবর, অনেক দিন ধরেই তাঁর স্ত্রীর সঙ্গে সম্পর্কের দূরত্ব তৈরি হয়। দুজন আলাদা থাকতেন। নাকি প্রতিশোধ নিতেই পেশায় আইনজীবী স্বামীই স্ত্রীর বাড়িতে ডাকাত পাঠান। জানুয়ারি মাসের শেষের দিকে মহিলা আইনজীবীর বাড়িতে বড়সড় ডাকাতির ঘটনা ঘটে।

সেদিন অবশ্য মহিলা সেই বাড়িতে ছিলেন না। তবে তাঁর পরিবারের সদস্যদের মারধর করে লক্ষাধিক টাকা লুঠ করার অভিযোগ ওঠে। ঘটনার তদন্তে নামে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। তদন্তে নেমেই মহিলার স্বামীর জড়িত আছে, বুঝতে পারেন পুলিশ কর্তারা। তাঁরা জানতে পারেন যে, ঘটনার মূল চক্রান্তকারীই মহিলার স্বামী শুভাশিস। এরপরই তাঁকে গ্রেফতার করা হল।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আইনজীবী দম্পতির বাড়িতে ডাকাতি, ধৃত গৃহকর্তা! চক্ষু চড়কগাছ পুলিশের

আপডেট : ১২ মার্চ ২০২২, শনিবার

পুবের কলম প্রতিবেদক: কলকাতার বেলেঘাটা এলাকার এক মহিলা আইনজীবীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। শুধু তাই নয়, ওই আইনজীবীর বাড়ির লোকজনকে মারধর করাও হয় বলে অভিযোগ। সেই ঘটনার রহস্যভেদ করার পর তাজ্জব পুলিশ। গত জানুয়ারি মাসে ওই ডাকাতির ঘটনায় ধরা পড়লেন মহিলারই স্বামী। তিনিও অবশ্য পেশায় আইনজীবী।

জানা গিয়েছে,  বেলেঘাটার ওই মহিলার বাড়ি থেকে লক্ষাধিক টাকা লুঠ করা হয়।   মারধর করা ওই আইনজীবীর পরিবারের সদস্যদেরও। আর সেই ডাকাতির ঘটনায় অবশেষে গ্রেফতার করা হলেন মূল ষড়যন্ত্রকারী।  তিনি সম্পর্কে মহিলা আইনজীবীর স্বামী। ধৃতের নাম শুভাশিস দাশগুপ্ত।
জানা গিয়েছে, শুক্রবার রাতেই তাঁকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। শনিবার আদালতে পেশ করা হয় বলে খবর। সূত্রের খবর, অনেক দিন ধরেই তাঁর স্ত্রীর সঙ্গে সম্পর্কের দূরত্ব তৈরি হয়। দুজন আলাদা থাকতেন। নাকি প্রতিশোধ নিতেই পেশায় আইনজীবী স্বামীই স্ত্রীর বাড়িতে ডাকাত পাঠান। জানুয়ারি মাসের শেষের দিকে মহিলা আইনজীবীর বাড়িতে বড়সড় ডাকাতির ঘটনা ঘটে।

সেদিন অবশ্য মহিলা সেই বাড়িতে ছিলেন না। তবে তাঁর পরিবারের সদস্যদের মারধর করে লক্ষাধিক টাকা লুঠ করার অভিযোগ ওঠে। ঘটনার তদন্তে নামে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। তদন্তে নেমেই মহিলার স্বামীর জড়িত আছে, বুঝতে পারেন পুলিশ কর্তারা। তাঁরা জানতে পারেন যে, ঘটনার মূল চক্রান্তকারীই মহিলার স্বামী শুভাশিস। এরপরই তাঁকে গ্রেফতার করা হল।