পুবের কলম ওয়েবডেস্কঃ কলকাতার রাজপথে ট্রামের যাত্রাপথ এখন অনেকটাই সঙ্কুচিত। কিন্তু ট্রামের লাইন, তার রয়ে গিয়েছে। সেই তারেই এবার চলবে ইলেকট্রিক বাস।
যেভাবে প্রতিনিয়ত বাড়ছে পেট্রোপণ্যের দাম, তাতে বিকল্প জ্বালানীর ব্যবহার বাড়ছে। রাজ্য সরকার ইতিমধ্যেই ই-অটো নামানোর পরিকল্পনা নিয়েছে। শুক্রবার রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন ই-বাসের চার্জিং নিয়ে বেশ কিছু সমস্যা হচ্ছে। সব জায়গায় চার্জিং স্টেশনও নেই। সেই কারণে রাজ্য সরকার ট্রলি বাস আনার চিন্তাভাবনা করছেন।
আপাতত পরীক্ষামূলক ভাবে চলেবে এই ট্রলি বাস।সফল হলে তখন পুরোপুরি রাস্তায় নামানো হবে এই বাস।
পাশাপাশি ফিরহাদ হাকিম আরও বলেন ই-বাসের চার্জিং সমস্যা মেটানোর জন্য চার্জিং স্টেশনের সংখ্যাও বাড়ানো হবে। দূষণ রুখতে খুব তাড়াতাড়ি পথে নামবে ই-অটো। যেভাবে বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম তাতে এছাড়া কোন বিকল্প রাস্তা খোলা নেই বলেও জানান মন্ত্রী।