কলকাতাTuesday, 1 February 2022
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

এবার রাজ্যপালের ট্যুইটার অ্যাকাউন্ট ব্লক করলেন মদন মিত্র ও ডেরেক ও’ব্রায়েন

mtik
February 1, 2022 2:25 pm
Link Copied!

পুবের কলম, ওয়েবডেস্কঃ এবার রাজ্যপাল জগদীপ ধনকরের ট্যুইটার অ্যাকাউন্ট ব্লক করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র ও সাংসদ ডেরেক ও’ ব্রায়েন। স্ক্রিনশট শেয়ার করে রাজ্যবাসীর কাছেও এই আবেদন জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় একটি স্ক্রিনশট শেয়ার করেছেন মদন মিত্র। সেখানে স্পষ্ট করা হয়েছে, তিনি রাজ্যপাল জগদীপ ধনকরকে ব্লক করেছেন।  

সোমবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তিনি রাজ্যপাল জগদীপ ধনখড়কে টুইটারকে ব্লক করেছেন।

এদিন সাংবাদিক বৈঠক থেকে সোচ্চার হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘রাজ্যপালকে ব্লক করে দিয়েছি, উনি বার বার বিরক্ত করেন। তাই ওঁনাকে ট্যুইটার অ্যাকাউন্ট থেকে ব্লক করে দিয়েছি। বাধ্য হয়েছি ব্লক করতে। এর জন্য আমি ক্ষমা চাইছি।’  মুখ্যমন্ত্রী বলেন, ‘ওঁনার ট্যুইট দেখে আমার ইরিটেশন হয়। সবাইকে ভয় দেখাচ্ছে, প্রতিটি বিল আটকে রেখেছে রাজ্যপাল। ওঁনার ইন্ধনেই বিজেপির গুণ্ডারা লোক মারছে।’ রাজ্যপালের কাছে কাছে বহু ফাইল, অনেক বিল আটকে রয়েছে। ওঁর সঙ্গে গিয়ে আমি দেখা করেছি। কথা বলেছি। কিন্তু কোনও লাভ হয়নি। হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতির ফাইল, মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের ফাইল আটকে রেখেছেন রাজ্যপাল। আটকে রয়েছে হাওড়া-বালি বিল। বিল পাঠানোর পর আরও তথ্য জানতে চেয়েছিলেন। আমরা তা-ও পাঠিয়েছি। তার পরেও বিল পড়ে রয়েছে।’

মুখ্যমন্ত্রী বলেন,  সবার মাথার ওপরে রাজ্যপাল সুপার পাহারাদারি করছেন। অসাংবিধানিক কথা বলেন। মা ক্যান্টিনে কেন ভাত, ডিম রান্না হচ্ছে, তার টাকা কোথা থেকে আছে সেই কৈফিয়ৎ ওনাকে দিতে হবে?

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র কটাক্ষ করে বলেন, রাজভবন থেকেই হচ্ছে পেগাসাস। সবার ফোন ট্যাপ হচ্ছে। প্রধানমন্ত্রীকে চার বার চিঠি দিয়েছি। তার পরেও কোন পদক্ষেপ নেওয়া হল না কেন?