পুবের কলম প্রতিবেদক: কথা রাখলেন মেয়র। খিদিরপুরে বর্ষায় জমা জলের সমস্যা মেটাতে তৈরি হবে দ্বিতীয় নিকাশি পাম্পিং স্টেশন। মঙ্গলবার কলকাতা পুরসভার প্রথম এমএমআইসি মিটিংয়ে এই প্রস্তাব প্রস্তাব পাশ হয়। এই পাম্পিং স্টেশন তৈরি হয়ে গেলেই বর্ষায় জমা জলের সমস্যা থেকে মুক্তি পাবে খিদিরপুরবাসী– এমনটাই আশা মেয়রের।
নতুন পুরবোর্ড গঠন হওয়ার পর– মঙ্গলবার মেয়র পারিষদদের নিয়ে প্রথম বৈঠক করেন মেয়র ফিরহাদ হাকিম। সেই অধিবেশনেই ৭৭ নম্বর ওয়ার্ডে নবাব আলি পার্ক পাম্পিং স্টেশন তৈরির অনুমোদন মেলে। বৈঠক শেষে মেয়র জানান, মুখ্যমন্ত্রী যেমন বলেছিলেন– সেই অনুযায়ী খুব তাড়াতাড়ি খিদিরপুরে পাম্পিং স্টেশন তৈরির কাজ শুরু হয়ে যাবে। ইপিসি মোডে টেন্ডার ডাকা হবে। নবাব আলি পার্ক পাম্পিং স্টেশন দিয়ে ৭৭ ও ৭৮ নম্বর ওয়ার্ডের জল যাবে। এর আগে ওই অঞ্চলে যে কবিতীর্থ পাম্পিং স্টেশন তৈরি করা হয়েছিল সেই পাম্পিং স্টেশন দিয়ে ৭৫ ও ৭৬ নম্বর ওয়ার্ডের জল যেত। এ ছাড়া ৭৭ নম্বর ওয়ার্ডের কিছু জল পাস হত কবিতীর্থ পাম্পিং স্টেশন দিয়ে। এবার ৭৭ নম্বর ওয়ার্ডে নবাব আলি পার্ক পাম্পিং স্টেশন তৈরি হয়ে গেলে ওই এলাকার সম্পূর্ণ জল বেরিয়ে যাবে। ফলে বর্ষায় আর জলযন্ত্রণা ভোগ করতে হবে না খিদিরপুরবাসীকে।