পুবের কলম ওয়েবডেস্কঃ দীপাবলির দিন সকালেই পৃথিবীর বুকে আছড়ে পড়তে চলেছে সৌর ঝড়। এর আগেও এই গত ৩০ অক্টোবর একই ভাবে ঝড় উঠেছিল, এই ঝড়ের সফল পূর্বাভাষ দিয়েছিলেন দুই বাঙালি মহাকাশ বিজ্ঞানী দিব্যেন্দু নন্দী এবং তাঁর ছাত্র গবেষক শুভদীপ সিনহা।
উত্তর এবং দক্ষিণ মেরুতে যে মেরুজ্যোতি অরোরা বোলোরোসিস দেখা যায় তার উজ্জ্বলতা আরও বাড়বে। নাসা তাদের নিজস্ব ওয়েবসাইটে জানাচ্ছে ।
সৌরঝড়ের সঙ্গে আসা সৌরকণা দের স্বাভাবিক ভাবেই বাধা দিতে চাইবে পৃথিবীর চৌম্বকক্ষেত্র। যার ফলে একটি সংঘর্ষময় পরিস্থিতি তবে পৃথিবীর বায়ুমণ্ডলে।মহাকাশ বিজ্ঞানীদের মতে এই সৌরঝড়ের প্রভাব কিন্তু ভারতীয় উপমহাদেশের দেশগুলির ওপরও পড়বে। এর পাশাপাশি দক্ষিণ মেরু, উত্তর আমেরিকা, ইউরোপ ও উত্তর মেরুর রেডিয়ো যোগাযোগ ব্যবস্থা। ক্ষতিগ্রস্ত হতে পারে।
পৃথিবীর কক্ষপথে ঘুরতে থাকা বিভিন্ন কৃত্তিম উপগ্রহের ওপরেও পড়বে এই সৌরঝড়ের প্রভাব। তার জেরে ব্যাহত হতে পারে জিপিএস-মোবাইল-বিদ্যুৎ পরিষেবাও। ভারতীয় সময় ভোর সাড়ে চারটা নাগাদ এই সৌর ঝড় আছড়ে পড়ার কথা। যার গতিবেগ হতে পারে সেকেন্ডে ৭৬৮ কিলোমিটার।