কলকাতাMonday, 11 April 2022
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

আগামীদিনে বাংলায় আরও বিনিয়োগ হবে, মিলন মেলা থেকেই রাজ্যের উন্নয়নের খতিয়ান মুখ্যমন্ত্রীর

mtik
April 11, 2022 4:27 pm
Link Copied!

পুবের কলম, ওয়েবডেস্ক: কলকাতা মিলন মেলার উদ্বোধনী অনুষ্ঠান থেকেই ‘হাঁসখালি’ র ঘটনা নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, খুবই খারাপ ঘটনা ঘটেছে ‘হাঁসখালি’তে। পরিবারের প্রতি আমার সমবেদনা রয়ছে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে। যাকে গ্রেফতার করা হয়েছে, সেই ছেলের বাবা তৃণমূল করে। গ্রেফতারিতে কোনও রং দেখা হয় না।

তবে অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলে বলেন, হাঁসখালি ঘটনায় ৫ তারিখ হওয়ার পরে এত দেরিতে অভিযোগ দায়ের হল কেন? প্রথমেই কেন থানায় অভিযোগ দায়ের করা হল না? মেয়েটি আগেই পুড়িয়ে দেওয়া হল কেন? পুড়িয়ে দেওয়া হলে তথ্য পাবে কোথা থেকে? মমতা বলেন, তবে সব ঘটনাতেই তৃণমূলকে টানার কি দরকার জানি নেই। তৃণমূল তো সবাই।


এদিন মমতা বলেন, সিপিএম ৩০ বছর ধরে বাংলাকে শেষ করেছে। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশেও বহু লোক খুন হয়েছে। কটা সিবিআই তদন্ত হয়েছে সেখানে? আমাকে বেশি এজেন্সি দেখিয়ে কোনও লাভ নেই, আমার হাতেও এজেন্সি আছে।

সোমবার আনুষ্ঠানিকভাবে কলকাতা মিলন মেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় সাড়ে তিন বছরের অপেক্ষার পর আবারও নতুন রূপে খুলতে চলেছে মিলন মেলা প্রাঙ্গণ। এবার থেকে মিলন প্রাঙ্গণ হল বিশ্ব বাংলা প্রাঙ্গণ। এদিন হাঁসখালির পাশাপাশি মধ্যপ্রদেশ ও ওড়িশায় সাংবাদিক হেনস্থার ঘটনা নিয়ে মোদি সরকারে বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী রাজ্যের উন্নয়নের খতিয়ান তুলে ধরে বলেন, নিজের ওপরে বিশ্বাস রাখুন। ১০০ দিনের কাজে আমরা এক নম্বর। সামাজিক সুরক্ষা প্রকল্পে বাংলা এক নম্বর। এমএসএমই-তে বাংলা ১ নম্বর।  নতুন রূপে সেজে উঠবে বাংলা। চর্ম শিল্পে বাংলা প্রথম। নিজেদের নিজেরা গর্ব করুন। আগামী দিনে বাংলায় আরও বিনিয়োগ হবে।

উল্লেখ্য, রাজ্যের শিল্প ও বাণিজ্য দফতরের অধীনস্থ ওয়েস্টবেঙ্গল ট্রেড প্রমোশন অর্গানাইজেশনের তত্ত্বাবধানে মিলন মেলা প্রাঙ্গণকে নতুন রূপ দেওয়ার কাজ শুরু হয়।

মোট ২২ একর জমিতে ২টি প্যাভিলিয়ন তৈরি করা হয়েছে। থাকছে আধুনিক মানের সুবিধা। এক লক্ষ বর্গফুটের দু’টি আলাদা অডিটোরিয়াম, ফুডকোর্ট, মাল্টি গাড়ি পার্কিং ব্যবস্থা। যেখানে প্রায় ১২০০টি গাড়ি পার্কিয়ের ব্যবস্থা থাকছে। ইস্পাতের বিশ্ব বাংলা স্ট্যান্ড। যার উচ্চতা ৬০ ফুট। এই স্তম্ভের মাথায় লাগানো হয়েছে বিশ্ব বাংলা গ্লোব। মোট ৩৫০ কোটি ব্যায়ে মিলন মেলা প্রাঙ্গণ কে ঢেলে সাজাতে খরচ হয়েছে ৩৫০ কোটি টাকা।