পুবের কলম প্রতিবেদকঃ হাফ প্যান্ট পরে আসায় ভ্যাকসিন না দিয়ে বাড়ি পাঠানোর বিতর্কে এবার মন্তব্য করলেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক তথা মন্ত্রী ফিরহাদ হাকিম। টিকা নেওয়ার কোনও ড্রেস কোড থাকতে পারে না, বলে তা সাফ জানিয়ে দেন মন্ত্রী। এই ঘটনার তীব্র নিন্দা করে, সমগ্র বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেন তিনি।
মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, কে হাফপ্যান্ট পরে এসেছে বা ফুলপ্যান্ট পরে এসেছে বলে তাকে বাড়ি পাঠানো যায় না। কোনও যুক্তিতেই এটা হতে পারে না। টিকা নেওয়াতে কোনও ড্রেসকোড হতে পারে না। টিকা সবার জন্য থাকে। কেউ ল্যাঙট পরে আসলেও তিনি টিকা পাবেন। আবার কেউ স্যুট পরে আসলেও টিকা পাবেন।
বলাই বাহুল্য, রাজ্যে দ্রুত কমেছে করোনা গ্রাফ। এই অবস্থাযü একটাই লক্ষ্য সংক্রমণ যাতে দমনেই থাকে। সে কথা মাথাযü রেখে টিকাকরণের ওপর জোর দিচ্ছে রাজ্য সরকার। কলকাতা পুরসভার পরিকল্পনা অনুযায়ী প্রত্যেক দিন ৫০ হাজার মানুষের ভ্যাকসিনেশন হতে পারে। কিন্তু কেন্দ্রর তরফ থেকে পর্যাপ্ত ভ্যাকসিন না মেলায় তা সম্ভব হচ্ছে না। কিন্তু তা সত্ত্বেও সবদিক ব্যবস্থা করে প্রতিদিন নিয়ম মাফিক ভ্যাকসিনেশন চালিয়ে যাচ্ছে রাজ্যসরকার। এই অবস্থায় কোনও অবান্তর যুক্তি দেখিয়ে যাতে কাউকে টিকাকরণ থেকে বাদ না দেওয়া হয় তা নিশ্চিত করা হবে হবেই জানান ফিরহাদ হাকিম।
উল্লেখ্য, শুক্রবার রাজপুর সোনারপুর পুরসভার বড়াল কার্যালয়ে চলছিল ভ্যাক্সিনেশন ক্যাম্প। সেখানেই হাফ প্যান্ট পরে টিকা নিতে আসায় বাড়ি পাঠানো হয় এক যুবককে। শোভনীয় পোশাক ছাড়া পুরসভাতে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও জানিয়ে দেওয়া পুরসভার তরফে। গেটের বাইরে নোটিশ টাঙিয়ে ফরমান জারি করা হয়, হাফ প্যান্ট পরিধান অবস্থায় পুরসভায় ঢোকা নিষেধ।