পুবের কলম প্রতিবেদকঃ আধুনিকীকরণের কাজ শুরু হচ্ছে কলকাতা বন্দরের। কলকাতা নদী বন্দরের সঙ্গে খিদিরপুর ডকের ঐতিহাসিক যোগ রয়েছে। উল্লেখ্য, ১৮৮২ সাল থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর বা পূর্বতন কলকাতা বন্দরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছে খিদিরপুর ডক। কিন্তু হুগলি নদীর তীরে অবস্থিত এই ডক সময়ের সঙ্গে সঙ্গে অনেকটাই গতি হারাতে শুরু করেছে। এই অবস্থায় আগামী দিনে কলকাতা বন্দরকে লাভের মুখ দেখাত শুরু হচ্ছে বন্দর আধুনিকীকরণের কাজ। সেই কাজ হবে বেসরকারি সংস্থার হাত ধরে। অনেকের প্রশ্ন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর কী বেসরকারিকরণ করা হচ্ছে। খিদিরপুর ডকের ২১টি বার্থ আছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ব্রিটিশ সেনাবাহিনীতে ভারতীয় যুবকদের অন্তর্ভুক্তিতে সাহায্য করা বা মুসলিম লিগের সঙ্গে বাংলায় মন্ত্রিসভা গঠনের প্রসঙ্গ তুলে শ্যামাপ্রসাদের নামে বন্দরের নামকরণের তীব্র বিরোধিতা করেছিলেন প্রদেশ কংগ্রেস। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ কেন্দ্রের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছিলেন ‘শ্যামাপ্রসাদ পশ্চিমবঙ্গের জনক’। স্বাধীন ভারতের প্রথম রাজনৈতিক শহিদ। এ দেশের অখণ্ডতা ও সংহতির জন্য প্রাণ বলিদান দিয়েছিলেন। কলকাতা বন্দরের নাম শ্যামাপ্রসাদের নামে রাখার জন্য কেন্দ্রীয় সরকারকে অজস্র ধন্যবাদ।’