পুবের কলম, ওয়েবডেস্ক: মাত্র কয়েকমাস পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। কিন্তু করোনার দাপট এখনও কমেনি। দ্বিতীয় ঢেউ এর পর এবার তৃতীয় ঢেউয়ের ভ্রূকুটি। এমতাবস্থায় দাঁড়িয়ে আজ শুক্রবার হাওড়ায় দুর্গাপুজো সংগঠক এবং পুজোর সঙ্গে যাঁরা সংশ্লিষ্ট তাদের জন্য শুরু হল টিকাদান কর্মসূচি।
আজ হাওড়া শরৎ সদনে দুর্গাপুজো উদ্যোক্তাদের ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় মন্ত্রী এবং হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান অরূপ রায়। হাওড়ার মোট ১০৪৫টি ক্লাবের পুজোর সঙ্গে সংশ্লিষ্ট প্যান্ডেল তৈরির কারিগর, ইলেক্ট্রিশিয়ান, ঢাকি, পুরোহিত এঁদের অগ্রাধিকারের ভিত্তিতে টিকা দেওয়া হবে জানিয়েছেন হাওড়া পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী অরূপ রায়।