কলকাতাMonday, 21 March 2022
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

স্কুল অফ ফিজিক্যাল মেডিসিনে চালু হল স্নাতকোত্তর কোর্স

mtik
March 21, 2022 8:22 pm
Link Copied!

পুবের কলম প্রতিবেদনঃ এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে স্কুল অফ ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের তত্বাবধানে ফিজিওথেরাপি পড়ুয়াদের জন্য স্নাতকোত্তর কোর্স চালু হল। স্কুল অফ ফিজিক্যাল মেডিসিন বিভাগের প্রধান ডা. রাজেশ প্রামাণিক জানিয়েছেন স্কুল অফ ফিজিক্যাল মেডিসিন বিভাগে স্নাতকোত্তর কোর্সের জন্য মোট আটটি আসনে ভর্তি নেওয়া হচ্ছে। এতে পড়ুয়াদের সুবিধা হবে। এসএসকেএম-এর পিএমআর বিভাগ রাজ্যের হাসপাতালের মধ্যে অন্যতম বিভাগ। এই বিভাগ চিকিৎসা ক্ষেত্রে ব্যাপক সুনাম অর্জন করেছেন বলে জানিয়েছেন পড়ুয়ারা।

পড়ুয়াদের আরও বক্তব্য, অর্থোপেডিকে এবং নিউরোলজিতে ৪টি করে আসন ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অব সায়েন্স মোট ৮ টি আসনসংখ্যা বরাদ্দ করেছে। এই উদ্যোগে ফিজিওথেরাপি চিকিৎসকদের যেমন ভিন্ন রাজ্যে পড়তে যাওয়ার প্রবণতা হ্রাস পাবে তেমনই রোগীরা উন্নততর এবং সুনির্দিষ্ট চিকিৎসা এখন পশ্চিমবঙ্গেই পাবেন পড়ুয়ারা।

উল্লেখ্য, চিকিৎসা বিজ্ঞানে ফিজিক্যাল মেডিসিন একটি গুরুত্বপূর্ণ শাখা। যেখানে আধুনিক পদ্ধতিতে রোগ নির্ণয় ও মূল্যায়নসহ ওষুধের পাশাপাশি রোগীকে বিভিন্ন ধরনের থেরাপি এবং যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে পুনর্বাসন করা হয়। রিহ্যাবিলিটেশন বিভিন্ন ধরনের পঙ্গু (রোগ অথবা আঘাতপ্রাপ্ত) ও প্রতিবন্ধী রোগীদের শারীরিক ও মানসিকভাবে চলমান ও উপার্জনক্ষম করে তোলার ক্ষেত্রে অর্থাৎ মেডিকেল রিহ্যাবিলিটেশনের ক্ষেত্রে ফিজিক্যাল মেডিসিন এবং রিহ্যাবিলিটেশনের গুরুত্ব সর্বাধিক। ইংল্যান্ডে এই বিভাগের নাম মেডিকেল রিহ্যাব হিসেবে অধিক পরিচিত।

এই বিভাগের চিকিৎসকগণকে বিভিন্ন প্রকার ব্যথা পঙ্গু, বাত ও প্যারালাইসিস রোগীর রোগ নির্ণয় রোগের তীব্রতা নির্ধারণ এবং সহজে প্রাপ্য চিকিৎসা পদ্ধতি নির্ধারণ বিষয়ে যথাযথ প্রশিক্ষণ থাকতে হয়। রোগীকে সুস্থতার পাশাপাশি সামাজিক পরিবেশে চলাফেরা এবং উপার্জন করার সামগ্রিক প্রশিক্ষণ দিয়ে থাকে এই বিভাগ।

শিশু-বৃদ্ধা-বৃদ্ধ সকল বয়সের রোগী চিকিৎসায় এই বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
এদিকে এসএসকেএম হাসপাতালের পিএমআর বিভাগ শুধু এ রাজ্য নয়, রাজ্য তথা পূর্ব ভারতের অন্যতম প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বলে এর আগে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।