১৮ অক্টোবর ২০২৫, শনিবার, ৩১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

এক ধাক্কায় ১৫ টাকা বাড়ল কেরোসিনের দাম

ইমামা খাতুন
  • আপডেট : ৩ এপ্রিল ২০২২, রবিবার
  • / 88

প্রতীকী ছবি

পুবের কলম প্রতিবেদক : পর্ণ কুটিরে প্রদীপ জ্বালানোও দায় হয়ে পড়েছে। পেট্রল, ডিজেল, রান্নার গ্যাসের পর এবার একধাক্কায় অনেকটাই বাড়ল কেরোসিনের দাম। কেরোসিনে লিটার প্রতি দাম বাড়ল ১৫ টাকা। পাশাপাশি দাম বাড়ল এলপিজিতেও। সেখানে দাম বেড়েছে লিটার পিছু ৯ টাকার উপর। মোদি সরকারের জমানায় যেহারে জ্বালানির দর বাড়ছে তা অতীতে দেখা যায়নি।

 

আরও পড়ুন: দুর্ভিক্ষের গাজায় পার্লে-জি বিস্কুট বিকোচ্ছে ৫০০ গুণ বেশি দামে

কলকাতায় কেরোসিনের দাম বেড়ে হল ৭৯ টাকা ৬২ পয়সা। মার্চ মাসে এই কেরোসিনের দাম ছিল ৬৪ টাকা ২৪ পয়সা। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি লাগাতার জ্বালানি তেলের দাম বৃদ্ধি করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। গত মাসেও কেরোসিনের দাম বেড়েছিল ৭ টাকার মতো। ২০২০ সালের মাঝামাঝি সময়ে লিটার পিছু দাম প্রায় ৮ টাকা বেড়েছিল। এতদিন পর্যন্ত সেটাই ছিল রেকর্ড বৃদ্ধি। এবার তা ছাপিয়ে গিয়ে একলপ্তে কেরোসিনের দাম বাড়ল লিটার পিছু ১৫ টাকা ৩৮ পয়সা।

আরও পড়ুন: দাম কমল বাণিজ্যিক গ্যাসের, ১ এপ্রলি থেকে দাম কার্যকর

 

আরও পড়ুন: বাড়ল ধানের ক্রয়মূল্য, কৃষকবন্ধু প্রকল্পে নাম না থাকলেও ধান কিনবে রাজ্য

২০২১-’২২’ অর্থবর্ষ থেকেই কেন্দ্রীয় বাজেটে কেরোসিনের উপর ভরতুকি দেওয়া বন্ধ করে দিয়েছিল মোদি সরকার। এই বিষয়ে বাংলার কেরোসিন ডিলার সংগঠনগুলির বক্তব্য, শুধু ভরতুকি বন্ধ করেই দেওয়া নয়, রেশনে কেরোসিন বিক্রি করে কেন্দ্রীয় সংস্থাগুলিও লাভের মুখ দেখছে। যেভাবে দাম বাড়ানো হয়েছে তাতে গরিবদের পক্ষে আর রেশনে কেরোসিন কেনা সম্ভব হবে না। একইরকমভাবে লিটার পিছু এলপিজির দাম বেড়েছে ৯ টাকা ১ পয়সা। ইন্ডিয়ান অয়েলের ঘোষণা অনুযায়ী, বর্তমানে এলপিজির দাম লিটার প্রতি ৭৪ টাকা ৮২ পয়সা। এক মাস আগে এই দাম ছিল লিটার পিছু ৬৫ টাকা ৮১ পয়সা।

 

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এক ধাক্কায় ১৫ টাকা বাড়ল কেরোসিনের দাম

আপডেট : ৩ এপ্রিল ২০২২, রবিবার

পুবের কলম প্রতিবেদক : পর্ণ কুটিরে প্রদীপ জ্বালানোও দায় হয়ে পড়েছে। পেট্রল, ডিজেল, রান্নার গ্যাসের পর এবার একধাক্কায় অনেকটাই বাড়ল কেরোসিনের দাম। কেরোসিনে লিটার প্রতি দাম বাড়ল ১৫ টাকা। পাশাপাশি দাম বাড়ল এলপিজিতেও। সেখানে দাম বেড়েছে লিটার পিছু ৯ টাকার উপর। মোদি সরকারের জমানায় যেহারে জ্বালানির দর বাড়ছে তা অতীতে দেখা যায়নি।

 

আরও পড়ুন: দুর্ভিক্ষের গাজায় পার্লে-জি বিস্কুট বিকোচ্ছে ৫০০ গুণ বেশি দামে

কলকাতায় কেরোসিনের দাম বেড়ে হল ৭৯ টাকা ৬২ পয়সা। মার্চ মাসে এই কেরোসিনের দাম ছিল ৬৪ টাকা ২৪ পয়সা। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি লাগাতার জ্বালানি তেলের দাম বৃদ্ধি করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। গত মাসেও কেরোসিনের দাম বেড়েছিল ৭ টাকার মতো। ২০২০ সালের মাঝামাঝি সময়ে লিটার পিছু দাম প্রায় ৮ টাকা বেড়েছিল। এতদিন পর্যন্ত সেটাই ছিল রেকর্ড বৃদ্ধি। এবার তা ছাপিয়ে গিয়ে একলপ্তে কেরোসিনের দাম বাড়ল লিটার পিছু ১৫ টাকা ৩৮ পয়সা।

আরও পড়ুন: দাম কমল বাণিজ্যিক গ্যাসের, ১ এপ্রলি থেকে দাম কার্যকর

 

আরও পড়ুন: বাড়ল ধানের ক্রয়মূল্য, কৃষকবন্ধু প্রকল্পে নাম না থাকলেও ধান কিনবে রাজ্য

২০২১-’২২’ অর্থবর্ষ থেকেই কেন্দ্রীয় বাজেটে কেরোসিনের উপর ভরতুকি দেওয়া বন্ধ করে দিয়েছিল মোদি সরকার। এই বিষয়ে বাংলার কেরোসিন ডিলার সংগঠনগুলির বক্তব্য, শুধু ভরতুকি বন্ধ করেই দেওয়া নয়, রেশনে কেরোসিন বিক্রি করে কেন্দ্রীয় সংস্থাগুলিও লাভের মুখ দেখছে। যেভাবে দাম বাড়ানো হয়েছে তাতে গরিবদের পক্ষে আর রেশনে কেরোসিন কেনা সম্ভব হবে না। একইরকমভাবে লিটার পিছু এলপিজির দাম বেড়েছে ৯ টাকা ১ পয়সা। ইন্ডিয়ান অয়েলের ঘোষণা অনুযায়ী, বর্তমানে এলপিজির দাম লিটার প্রতি ৭৪ টাকা ৮২ পয়সা। এক মাস আগে এই দাম ছিল লিটার পিছু ৬৫ টাকা ৮১ পয়সা।