পুবের কলম প্রতিবেদক : পর্ণ কুটিরে প্রদীপ জ্বালানোও দায় হয়ে পড়েছে। পেট্রল, ডিজেল, রান্নার গ্যাসের পর এবার একধাক্কায় অনেকটাই বাড়ল কেরোসিনের দাম। কেরোসিনে লিটার প্রতি দাম বাড়ল ১৫ টাকা। পাশাপাশি দাম বাড়ল এলপিজিতেও। সেখানে দাম বেড়েছে লিটার পিছু ৯ টাকার উপর। মোদি সরকারের জমানায় যেহারে জ্বালানির দর বাড়ছে তা অতীতে দেখা যায়নি।
কলকাতায় কেরোসিনের দাম বেড়ে হল ৭৯ টাকা ৬২ পয়সা। মার্চ মাসে এই কেরোসিনের দাম ছিল ৬৪ টাকা ২৪ পয়সা। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি লাগাতার জ্বালানি তেলের দাম বৃদ্ধি করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। গত মাসেও কেরোসিনের দাম বেড়েছিল ৭ টাকার মতো। ২০২০ সালের মাঝামাঝি সময়ে লিটার পিছু দাম প্রায় ৮ টাকা বেড়েছিল। এতদিন পর্যন্ত সেটাই ছিল রেকর্ড বৃদ্ধি। এবার তা ছাপিয়ে গিয়ে একলপ্তে কেরোসিনের দাম বাড়ল লিটার পিছু ১৫ টাকা ৩৮ পয়সা।
২০২১-’২২’ অর্থবর্ষ থেকেই কেন্দ্রীয় বাজেটে কেরোসিনের উপর ভরতুকি দেওয়া বন্ধ করে দিয়েছিল মোদি সরকার। এই বিষয়ে বাংলার কেরোসিন ডিলার সংগঠনগুলির বক্তব্য, শুধু ভরতুকি বন্ধ করেই দেওয়া নয়, রেশনে কেরোসিন বিক্রি করে কেন্দ্রীয় সংস্থাগুলিও লাভের মুখ দেখছে। যেভাবে দাম বাড়ানো হয়েছে তাতে গরিবদের পক্ষে আর রেশনে কেরোসিন কেনা সম্ভব হবে না। একইরকমভাবে লিটার পিছু এলপিজির দাম বেড়েছে ৯ টাকা ১ পয়সা। ইন্ডিয়ান অয়েলের ঘোষণা অনুযায়ী, বর্তমানে এলপিজির দাম লিটার প্রতি ৭৪ টাকা ৮২ পয়সা। এক মাস আগে এই দাম ছিল লিটার পিছু ৬৫ টাকা ৮১ পয়সা।