পুবের কলম প্রতিবেদকঃ উত্তর ২৪ পরগণার লাউহাটি সুলতানিয়া তাহফীযুল কুরআন মাদ্রাসায় মাহফিলে ওয়াজ ও দস্তারবন্দী অনুষ্ঠিত হল। সম্প্রতি মাহফিল ও দস্তারবন্দি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা শামসুজ্জামান খান (ড. এস জেড খান), মুহাম্মদ নূর আলম, জামপুর মাদ্রাসার সেক্রেটারি রওশন আলম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরী। এছাড়া মাহফিলে উপস্থিত ওলামায়ে কেরামগণ কুরআন ও হাদিশ নিয়ে আলোচনা করেন। মাহফিলে ওই মাদ্রাসার কৃতী ছাত্রদের দস্তারবন্দি প্রদান করা হয়।