পুবের কলম প্রতিবেদক: লাফিয়ে বাড়ল আমুল দুধের দাম। সারা দেশে প্রতি লিটার দুধে ২ টাকা দাম বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। যার ফলে এবার থেকে বেশি দামে এই সুষম পানীয়টি কিনতে হবে। মার্চের একেবারে প্রথম দিন থেকেই বেশি দামে দুধ কিনতে হবে সাধারণ মানুষকে। লিটার প্রতি ২ টাকা ও প্রতি ৫০০ গ্রাম দুধ ১ টাকা দাম বৃদ্ধির ঘোষণা করেছে সংস্থাটি। লিটারে ২ টাকা দাম বৃদ্ধি আসলে দামের উপরে ৪ শতাংশ দামের বৃদ্ধি। যেভাবে অন্য সব খাদ্য দ্রব্যের দাম বাড়ছে, তাতে এই দাম খুব বেশি না হলেও নিম্নবিত্ত ও মধ্যবিত্তকে এই দাম বৃদ্ধি যথেষ্ট চিন্তায় ফেলতে পারে।
আমুল-এর তরফে বাজারে একাধিক দুধ নিয়ে এসেছে। গোল্ড তাজা শক্তি টিস্পেশাল-এর মতো সব ধরনের দুধেই দাম বাড়িয়েছে আমুল। ফলে রোগী বা শিশুর খাবার থেকে বাড়ির চা তৈরি সবেতেই খরচ বাড়তে চলেছে। এই দাম বৃদ্ধির পরে আমুল গোল্ড-এর ৫০০ দুধের দাম হয়েছে ৩০ টাকা আমুল তাজার ৫০০ দুধের দাম হয়েছে ২৪ টাকা, আমুল শক্তির ৫০০ দুধের দাম হয়েছে ২৭ টাকা। প্রায় ৭ মাস ২৭ দিনের ব্যবধানে দুধের দাম বাড়ালো আমুল-এর আগে ২০২১ সালের জুলাই মাসে দাম বেড়েছিল এই সংস্থার দুধের। তখন লিটার প্রতি ২ টাকা দাম বাড়িয়েছিল সংস্থাটি। এবারও সেই একই ঘটনারই পুনরাবৃত্তি হল।