পুবের কলম, ওয়েবডেস্ক: এবার মোদি ঘনিষ্ঠ ঋষির দেশে বন্ধ করে দেওয়া হল বিতর্কিত ছবি ‘দ্য কেরল স্টোরি’। হঠাৎ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়ছে বলেই সূত্রের খবর। এছাড়াও কোনও প্রাক নির্দেশিকা ছাড়া একের পর এক হল থেকে তুলে নেওয়া হল শো। আগে থেকে টিকিট কেটে রাখা দর্শকদের ফিরিয়ে দেওয়া হল টাকা। এই ঘটনার জেরে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে সিনেমা প্রেমীদের মধ্যে।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, ব্রিটিশ বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের পক্ষ থেকে সিনেমাটিকে এখনও সংশায়িত করা হয়নি। আর সেই কারণেই ব্রিটেনে সিনেমাটির মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, যারা আগে থেকেই টিকিট কেটেছিলেন, তাঁদের এই বিষয়ে ইমেল করে জানানো হয়। ইমেলে লেখা হয়েছে, “বিবিএফসি-র পক্ষ থেকে দ্য কেরল স্টোরি সিনেমাটি বয়সের শংসাপত্র এখনও দেওয়া হয়নি। তাই আপনারা যে বুকিং করেছেন, তা বাতিল করতে হয়েছে। আমরা টিকিটের পুরো মূল্য ফেরত দেব। এই সমস্যার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।”