কলকাতাSaturday, 30 October 2021
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

এই নির্দিষ্ট তারিখের মধ্যেই কালী ও জগদ্ধাত্রী পুজোর প্রতিমা ভাসান দিতে হবে, নির্দেশ নবান্নের

mtik
October 30, 2021 3:59 pm
Link Copied!

পুবের কলম, ওয়েবডেস্কঃ করোনাকালে একদিকে উৎসব অন্যদিকে সংক্রমণের ভীতি, এই অবস্থায় সবদিকেই কড়া নজর রাখছে রাজ্যসরকার। কালীপুজো ও জগদ্ধাত্রী পুজোর ভাসানের দিন ঘোষণা করল নবান্ন। আগামী ৪ নভেম্বর কালীপুজো। নবান্নের তরফে ৫, ৬ ও ৭ নভেম্বর প্রতিমা ভাসানের দিন ঘোষণা করা হয়েছে। ৭ নভেম্বর রবিবারের মধ্যে মণ্ডপের সমস্ত প্রতিমা ভাসান দিতে হবে। জগদ্ধাত্রী পুজোর ক্ষেত্রে ভাসানের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। সেই অনুযায়ী আগামী ১৪ ও ১৫ তারিখ ভাসান হবে।


উল্লেখ্য, প্রায় ছয় মাসের কাছাকাছি বন্ধ থাকার পর ৩১ অক্টোবর রবিবার থেকে শুরু হচ্ছে লোকাল ট্রেন চলাচল। এছাড়াও একাধিক নির্দেশিকা জারি হয়েছে। ৩০ নভেম্বর পর্যন্ত থাকছে রাত্রিকালীন কড়াকড়ি। কালীপুজোর জন্য ২ থেকে ৫ তারিখ পর্যন্ত রাত্রিকালীন কড়াকড়িতে ছাড় দেওয়া হয়েছে।
ছটপুজোর জন্য ১০ ও ১১ তারিখ রাত্রিকালীন বিধিনিষেধে ছাড়। এছাড়া সিনেমা হল, জিম, রেস্তরাঁতে ৭০ শতাংশ প্রবেশে অনুমতি দেওয়া হয়েছে। বিয়েবাড়ি ও জমায়েতে ৭০ শতাংশ প্রবেশে অনুমতি। সিনেমা, সিরিয়ালে শুটিংয়ে আউটডোরে যাওয়ার অনুমতি মিলেছে।


সরকারি অফিসের ক্ষেত্রে এমার্জেন্সি ও অত্যাবশ্যক পরিষেবার সঙ্গে যুক্তদের ১০০ শতাংশ উপস্থিতি নিয়ে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে। অত্যাবশ্যক নয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ নয় এমন ক্ষেত্রে ৫০ শতাংশের উপস্থিতিতে অনুমতি দেওয়া হয়েছে।
মেনে চলতে হবে কোভিডবিধিনিষেধ।

অতিমারি আইন কোনও ভাবে ভাঙা হলে কড়া ব্যবস্থা নেবে প্রশাসন, নবান্নের নির্দেশাবলিতে উল্লেখ রয়েছে তারও।