পুবের কলম, ওয়েবডেস্কঃ কলকাতা নাইট রাইডার্স তাকে ২০১৮ সালে নিলামে কিনে অধিনায়কের দায়িত্ব দিয়েছিল। তবে তার নেতূত্বে আইপিএলে নাইট রাইডার্স সেভাবে সাফল্য না পাওয়ায় গত মরশুমের মাঝপথে সরিয়ে দেয়। তাকে আর ধরে রাখেনি শাহরুখের দল। তিনি দীনেশ কার্তিক। চলতি ফেব্রুয়ারিতে আইপিএল নিলামে অংশগ্রহণ করতে চলেছেন তিনি। তবে এবারে আর তিনি কলকাতায় ফিরতে চান না, সুযোগ পেলে ধোনির চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে চান দীনেশ কার্তিক।
চলতি ফেব্রুয়ারির ১২ ও ১৩ তারিখে বেঙ্গালুরুতে হবে আইপিএল-এর নিলাম। এই মুহূর্তে বন্ধু অভিষেক নায়ারের সঙ্গে মুম্বইয়ে অনুশীলন করছেন কার্তিক। সামনের আইপিএলের জন্য নিজেকে তৈরি রাখছেন। তারই প্রস্তুতির ফাঁকেই এক প্রতিক্রিয়ায় দীনেশ কার্তিক বলেন, ‘নিলামে কোন ফ্র্যাঞ্চাইজি আমাকে নিজেদের দলে টানবে, সেটা আমার হাতে নেই। তবে ধোনির চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে পারলে খুব খুশি হব। কারণ আমি চেন্নাইয়ের ছেলে। ঘরের মাঠে খেলার অভিজ্ঞতা অন্য রকম। তবে নিলামে যে দলেই যাই না কেন, সেটা আমার কাছে খুব সম্মানের। সেখানে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’
এ পযন্ত আইপিএলে দীনেশ কার্তিক মোট ২১৩টি ম্যাচ খেলেছেন। ব্যাট হাতে করেছেন ৪০৪৬ রান। যার মধ্যে ১৯টি অর্ধশতরান রয়েছে। আইপিএলে তিনি এ পর্যন্ত মোট ৬টি দলের হয়ে খেলেছেন। দিল্লি ডেয়ারডেভিলস, কিংস ইলেভেন পঞ্জাব, মুম্বই ইন্ডিয়ন্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, গুজরাট লায়ন্স ও কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন কার্তিক। এখন দেখা আগামীদিনে তিনি চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে নামতে পারেন কিনা।