পুবের কলম প্রতিবেদক: অ্যালেক্স ক্যারিকে আউট করে পারথেই এক নয়া নজির গড়ে ফেললেন ভারতের ক্যাপ্টেন কাম জোরে বোলার জসপ্রীত বুমরাহ। এই উইকেটটি নিয়েই বুমরাহ চলতি টেস্টের একটি ইনিংসে নিজের পাঁচ উইকেট কোটা সম্পন্ন করলেন। শুধু তাই নয়, ২০২৩-২৫ যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চলছে, সেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের প্রথম বোলার হিসেবে ৫০ টি উইকেট পূর্ণ করলেন। যদিও একটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৫০ উইকেট নেওয়ার নজিরে তিনি প্রথম ভারতীয় নন। এই তালিকায় রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজারা আগেই ঢুকে পড়েছিলেন। দু’জনেই এক বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৫০টি উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করে ফেলেছিলেন। তবে ভারতের কোনও ফাস্ট বোলার এই তালিকায় ছিলেন না। সেই তালিকায় নিজের নাম সংযুক্তি করলেন জসপ্রীত বুমরাহ। তিনটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ মিলিয়ে তাঁর উইকেট সংখ্যা এখন ৯৯টি।
শুধু তাই নয়, এই বছর সব ধরনের ক্রিকেট মিলিয়ে ১৮ ম্যাচে ৬১ টি উইকেট নেওয়ার নজির গড়লেন বুমরাহ, যা বিশ্বের আর কোনও ফাস্ট বোলারের নেই। এই কীর্তিতে তাঁর ঠিক পরেই রয়েছেন শ্রীলঙ্কার স্পিনার ওয়ানেন্দু হাসারাঙ্গা। ২৮ টি ম্যাচে তিনি ৬০ টি উইকেট নিয়েছেন। চলতি বছরে টেস্টেও জাদেজাকে পেরিয়ে ভারতীয় হিসেবে সর্বোচ্চ উইকেট শিকারীও বুমরাহ। তিনি নিয়েছেন ১০ ম্যাচে ৪৬টি উইকেট। জাদেজার উইকেট সংখ্যা ১০ ম্যাচে ৪৪।