পুবের কলম প্রতিবেদক: বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বহু গ্রন্থ প্রণেতা ও পবিত্র কুরআন শরীফের বাংলা অনুবাদক মাওলানা মোবারক করীম জওহর ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার দুপুরে তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি রেখে গেলেন তাঁর পুত্র বিশিষ্ট আইনজীবী মাসুদ করিম-সহ অন্যান্য ভাই ও বোনেদের।
জানা গিয়েছে, আজ রবিবার তাঁর জন্মস্থান বর্ধমানের মঙ্গলকোটে জানাযা হবে। যোহরবাদ নামাযে জানাযা এবং দাফন হয়। পরিবারের তরফে মরহুমের রুহের মাগফেরাতের জন্য দোয়ার আবেদন করা হয়েছে।
মোবারক করীম জওহর বহু গ্রন্থ প্রণয়ন করেছেন। একাধিক সমাজসেবামূলক সংস্থার সঙ্গেও জড়িত ছিলেন। সারা জীবন দ্বীনের প্রচার কাজে নিয়োজিত ছিলেন তিনি।
মোবারক করীম জওহরের সম্পাদিত কুরআন শরীফের বাংলা তরজমা প্রথম প্রকাশ হয় কলেজস্ট্রিট হরফ প্রকাশনী থেকে। এই অনুবাদটি লক্ষ লক্ষ কপি বিক্রি হয় হরফ প্রকাশনি থেকে। বহু অ-মুসলিমের লাইব্রেরিতে এই বই এখনও শোভা পাচ্ছে।