পুবের কলম, ওয়েবডেস্কঃ এখনও বিপদ মুক্ত নন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। সুস্থ হলেই অ্যাঞ্জিওগ্রাম। রয়েছে নানান শারীরিক জটিলতা। sskm – এ চিকিৎসাধীন রাজ্যের মন্ত্রী।
রবিবার বিকেলে সুব্রত মুখোপাধ্যায় অ্যাঞ্জিওপ্লাস্টির জন্য ভর্তি হয়েছিলেন SSKM -এ। রাতের দিকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়। হাইপার টেনশনের ফলেই শারীরিক অবস্থার অবনতি হয়। সঙ্গে সঙ্গে শুরু হয় চিকিৎসা। হাসপাতালের হৃদরোগে বিশেষজ্ঞ সরোজ মণ্ডলের তত্ত্বাবধানে তাঁকে আইসিইউ’এ রাখা হয়।
পারিবারিক সূত্রের খবর, সোমবার সকালে নিজের বাড়িতে আচমকায় হৃদরোগে আক্রান্ত হন সুব্রত মুখোপাধ্যায়। এরপরেই সময় নষ্ট না করে তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের নিয়ে যাওয়ার পর কার্ডিওলজি বিভাগে তাঁর প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করা হয়। তাঁর হৃদপিণ্ডের কোনও সমস্যা রয়েছে কিনা চিকিৎসকরা তা পরীক্ষা করেন।
দীর্ঘদিন ধরেই শারীরিক সমস্যা রয়েছে সুব্রতর। এর জন্য তাঁকে নিয়মিত ওষুধও খেতে হয়।
মঙ্গলবার সকালে হাসপাতাল থেকে জানানো হয়, আগের চেয়ে অনেকটা ভালো আছেন মন্ত্রী। প্রাতরাশও সেরেছেন তিনি। তবে এখনও বিপদমুক্ত নন তিনি।