পুবের কলম, ওয়েবডেস্কঃ কলকাতা পুরভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে, নিরপেক্ষ তদন্তের দাবিতে হাই কোর্টে মামলা দায়ের হল। সিট গঠন অথবা নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করার দাবি জানিয়েছেন সিপিএম প্রার্থী ফৈয়াজ আহমেদ সহ আরও এক সিপিএম প্রার্থী। ৩৬ ও ১২৬ ওয়ার্ডের দুই সিপিএম প্রার্থী এই মামলা দায়ের করেছেন। আজ, বুধবার এই মামলা দায়ের করা হয়। প্রধান বিচারপতির বেঞ্চে মামলা দায়ের হয়েছে। আগামী ৬ জানুয়ারি শুনানি।
১৯ ডিসেম্বর কলকাতা পুরভোট সম্পন্ন হয়। ১৪৪টি ওয়ার্ডে চলে ভোটগ্রহণ। ভোটগ্রহণের দিন একাংশ বুথ থেকে উত্তেজনার চিত্র সামনে আসে। এর পরেই আসরে নামে বিরোধী দলগুলি। ১৪৪টি ওয়ার্ডেই পুনর্নির্বাচনের দাবি তোলে বিজেপি। এরপরেই ৪৫টি ওয়ার্ডে কংগ্রেস ও ১৬টি ওয়ার্ডে পুনর্নির্বাচনের দাবি জানায় সিপিএম। কোনও বুথ জ্যাম হয়নি ও সিসি ক্যামেরা চালু ছিল দাবি জানিয়ে পুনর্নির্বাচনের দাবি খারিজ করে দেয় কমিশন।
২২ ডিসেম্বর পুরভোটের ফল প্রকাশ হয়। ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১৩৪টি আসন ছিনিয়ে নেয় তৃণমূল। এর মধ্যে বিজেপি ৩টি আসন দখল করেছে, বাম ২টি আসন, কংগ্রেস ২টি ও নির্দল ৩টি আসনে জয়ী হয়েছে।