পুবের কলম প্রতিবেদকঃ ২০১৪ সালের প্রাথমিক টেট (TET) উত্তীর্ণ প্রার্থীদের শংসাপত্র না দিলে প্রার্থীদের কী ফর্মের টাকা ফেরানো যাবে, এই বিষয়ে প্রাইমারি বোর্ডের কাছে জানতে চাইল কলকাতা হাইকোর্ট। মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য জানান, টেট সার্টিফিকেট না পাওয়ায় তাঁরা অন্য রাজ্যে চাকরি করতে পারছেন না প্রার্থীরা। তা ছাড়া পরীক্ষায় কত নম্বর পেয়ে তাঁরা উত্তীর্ণ হয়েছেন, তাও জানা যাচ্ছে না।
শুক্রবার বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি অজয় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ প্রাথমিক শিক্ষা সংসদের আইনজীবী লক্ষ্মী গুপ্তার কাছে জানতে চায়, প্রাথমিক টেটের সার্টিফিকেট না দেওয়া হলে টাকা ফেরাতে প্রাথমিক শিক্ষা পর্ষদ কী ব্যবস্থা নেবে। তাদের টাকা কী ফেরানো সম্ভব।
উল্লেখ্য, ২০১৪ সালে প্রাথমিক শিক্ষা পর্ষদের টেট পাশ করেও শংসাপত্র পাননি প্রশিক্ষণ ও অপ্রশিক্ষণপ্রাপ্ত পরীক্ষার্থীরা। এদিন প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী লক্ষ্মী গুপ্তা বলেন, কোনও প্রশিক্ষণহীনদের শংসাপত্র দেবে না বোর্ড। এই মামলার পরবর্তী শুনানি আগামী শুক্রবার।