Breaking: পুরভোটের প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল

- আপডেট : ২৬ নভেম্বর ২০২১, শুক্রবার
- / 10

পুরভোটের প্রার্থী তালিকা প্রকাশ, রয়েছেন সুব্রত বক্সী, পার্থ চট্টোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়...।ছবি খালিদুর রহিম
পুবের কলম, ওয়েবডেস্কঃ পুরভোটের প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনে ১৪৪টি ওয়ার্ডে প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে। এবারের তালিকায় মহিলা ও সংখ্যালঘু প্রার্থী তালিকায় জোর দেওয়া হয়েছে।
পার্থ চট্টোপাধ্যায় এদিন সাংবাদিক বৈঠক থেকে জানান, গতবারের জয়ী ১২৬ জনের মধ্যে ৮৭ জন বিদায়ী কাউন্সিলর প্রার্থী হচ্ছেন। ৩৯ জন বিদায়ী কাউন্সিলরকে প্রার্থী করা হচ্ছে না। ৬ জন বিধায়ক পুরভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রার্থী হচ্ছেন ফিরহাদ হাকিম, অতীন ঘোষ, দেবব্রত, দেবাশিস। মালা রায়ও প্রতিদ্বন্দ্বিতা করবেন। তালিকায় ৪৫ শতাংশ মহিলা প্রার্থী। গুরুত্ব দেওয়া হয়েছে সংখ্যালঘুদের। তালিকায় নেই বাবুল সুপ্রিয়’র নাম। প্রার্থী তালিকা থেকে বাদ শান্তনু সেনের নামও।