পুবের কলম ওয়েবডেস্কঃ রান্নার গ্যাস, পেট্রো পণ্য, সব্জি সবকিছুরই অগ্নিমূল্য। এবার তার সঙ্গে যুক্ত হল প্রিপেইড মোবাইল পরিষেবা। শুধু কথা বলা নয় বাড়ছে ডেটা চার্জও। অর্থাৎ এবার ইন্টারনেটও ব্যবহার করতে হবে মেপে।
কথা বলা (ন্যূনতম মাসুল-সহ), কথা বলার সঙ্গে ডেটা-র ব্যবহার এবং শুধু ডেটার ব্যবহার— তিন পরিষেবার বিভিন্ন প্রিপেড মাসুলই শুক্রবার থেকে বাড়ছে। সোমবার এয়ারটেল এই কথা জানিয়েছে, তবে ভোডাফোন- আইডিয়া, জিও, এখনই মাসুল বাড়াচ্ছে কিনা তা নিশ্চিত করেনি
তবে প্রিপেইড মোবাইল সংযোগ ব্যবহারকারী দের যে এরফলে চরম অসুবিধের মধ্যে পড়তে হবে এ কথা বলাই বাহুল্য। প্রচুর সাধারণ মানুষ প্রিপেইড মোবাইল পরিষেবা ব্যবহার করে থাকেন।
উন্নত পরিষেবা দিয়ে সুষ্ঠু ভাবে ব্যবসা চালাতে মাসে গ্রাহক পিছু গড় আয় এখন ন্যূনতম ২০০ টাকা ও আগামী দিনে ৩০০ টাকা হওয়া উচিত।এমনটাই দাবি এয়ারটেলের। সেই লক্ষ্যেই প্রথম পদক্ষেপ এটি। ফলে কথা বলার ন্যূনতম মাসুল (২৮ দিনের) ৭৯ টাকা থেকে বেড়ে হচ্ছে ৯৯ টাকা, অর্থাৎ বৃদ্ধি প্রায় ২৫%। অন্যান্য মাসুল হার বাড়ছে ২০-২১%।
The cost of prepaid mobiles has suddenly increased, the internet is expensive