পুবের কলম প্রতিবেদকঃ চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এখনও কাটল না জটিলতা। প্রবল চাপের মধ্যে আইসিসি। ভারত ও পাকিস্তানের একরোখা সিদ্ধান্তের কারণে এখনও অন্ধকারে ক্রিকেটের মিনি বিশ্বকাপখ্যাত চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যত।
চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু এবং আয়োজক দেশ নিয়ে শনিবার আইসিসির বৈঠক চললো মাত্র ২০ মিনিট। বৈঠকে কোনো পক্ষই সিদ্ধান্তে আসতে পারেনি বলে জানা গিয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড আগেই জানিয়েছিল, তারা চ্যাম্পিয়ন্স ট্রফি কোনোভাবেই হাইব্রিড মডেলের পক্ষে মত দেবে না।
তবে বর্তমানে পরিস্থিতি যে দিকে গড়াচ্ছে, তাতে তাদের সামনে হাইব্রিড মডেলে রাজি হওয়া ছাড়া আর কোনও উপায় নেই। তবে এত সহজে জমি ছাড়তে নারাজ পাক বোর্ড। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি তারা হাইব্রিড মডেলে আয়োজন করতে রাজি হলেও, পাল্টা ২০৩১ সাল পর্যন্ত ভারতে অনুষ্ঠিত হতে চলা আইসিসির সবগুলি টুর্নামেন্টে পাকিস্তান নিজেদের জন্য হাইব্রিড মডেল দাবি রেখেছে।
পাশাপাশি জুড়ে দিয়েছে, বেশকিছু শর্ত। গত শুক্রবার এই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন সম্পর্কিত একটি ভার্চুয়াল বৈঠক আয়োজন করে আইসিসি। সেই বৈঠকে তারা পিসিবি-কে সাফ জানিয়ে দেয়, ভারতের আপত্তি থাকায় হাইব্রিড মডেল ছাড়া আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি অন্য কোনওভাবে আয়োজন করা সম্ভব নয়।
এ ব্যাপারে উভয় দেশকে সমস্যার সমাধানের পথ বের করতে হবে। শনিবার বৈঠকের দ্বিতীয় দিনে আইসিসির প্রস্তাবেই সায় দিয়ে পাক বোর্ড সাফ জানিয়ে দিয়েছে, তারা হাইব্রিড মডেলে যেতে রাজি। তবে এক্ষেত্রে তাদের কিছু শর্ত রয়েছে। প্রথম শর্ত, দুবাইয়ে হবে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতের গ্রুপ পর্বের ম্যাচগুলি। সেখানে ভারত নকআউট পর্ব খেললেও, তাতে তাদের আপত্তি নেই।
তবে ভারতের সঙ্গে যারা ওই ভেন্যুতে খেলবে, তাদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। দ্বিতীয় শর্ত, ভারত যদি প্রতিযোগিতার গ্রুপ পর্ব থেকে ছিটকে যায়, তাহলে দুবাই ছেড়ে চ্যাম্পিয়ন্স ট্রফির বাকি পর্ব আগের সূচি অনুযায়ী পাকিস্তানে হবে।
সেমিফাইনাল ও ফাইনাল লাহোরেই হবে। তৃতীয় শর্ত, আগামী ২০৩১ সাল পর্যন্ত ভারতে আয়োজিত আইসিসি ইভেন্টও হাইব্রিড মডেলে হবে। পাকিস্তান ভবিষ্যতে ভারতে আর খেলতে যাবে না। তাদের সব প্রতিযোগিতা হবে নিরপেক্ষ কোনও দেশে। এই শর্তগুলি আইসিসি মানলে পাকিস্তান ‘হাইব্রিড মডেল’-এ যেতে রাজি। এখন দেখার, আইসিসি শেষ পর্যন্ত কোন সিদ্ধান্তে উপনিত হয়।