কলকাতাThursday, 10 February 2022
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

বিধাননগরের পুরভোটে কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন কিনা ঠিক করবে কমিশন, রায় কোর্টের

mtik
February 10, 2022 12:41 pm
Link Copied!

পুবের কলম প্রতিবেদক: বিধাননগরের পুরভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিল বিজেপি। বুধবার সেই মামলার চূড়ান্ত শুনানি হয়। সেদিন অবশ্য রায়দান স্থগিত ছিল।

বৃহস্পতিবার আদালত রায় প্রদান করেছে। তাতে বলা হয়েছে- কেন্দ্রীয় বাহিনীর মাধ্যমে ভোট হবে কিনা বা এর প্রয়োজনীয়তা আছে কিনা তা ঠিক করবে কমিশন। তার জন্য ১২ ঘণ্টার মধ্যেই রাজ্যের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে।

আদালত জানিয়েছে, বিধাননগর পুরভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে।কোনও জায়গায় গন্ডগোল হলে তার দায় বর্তাবে কমিশনের ওপরেই।

এর আগে রাজ্য নির্বাচন কমিশন  মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং পুলিশ কমিশনারের সঙ্গে ১২ ঘণ্টার মধ্যে বৈঠক করবে। সেই বৈঠকেই তাঁরা সিদ্ধান্ত নেবেন কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন আছে কি না। যদি কমিশন মনে করে বাহিনী মোতায়েনের প্রয়োজন আছে , তাহলে মোতায়েন করবে।  কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এমনটাই জানিয়েছে। কমিশন যে সিদ্ধান্তই নিক না কেন, ভোট শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবেই করতে হবে। বাহিনী যদি মোতায়েন না করা হয়, তাহলে কোনও গোলমাল হলে সেই দায় নির্বাচন কমিশনের ওপর বর্তাবে বলেই মনে করে হাইকোর্ট।

প্রসঙ্গত, আগামী শনিবার বিধাননগর ও অন্যান্য পুরনিগমে ভোট হবে। বিভিন্ন এলাকায় সন্ত্রাস চলছে বলে অভিযোগ তুলে বিরোধীরা হাইকোর্টের দ্বারস্থ হয়। তাই কেন্দ্রীয় বাহিনী চেয়ে কোর্টে মামলা হয়। সেই মামলায় কমিশনের উপরেই সিদ্ধান্ত ছাড়ল কলকাতা উচ্চ আদালত।