পুবের কলম প্রতিবেদক: সরকারি কাজ ও প্রকল্পের পর্যালোচনা করতে ইংরেজি নতুন বছরের গোড়াতেই নবান্ন সভাঘরে প্রশাসনিক বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করে দিলেন প্রায় বছরখানেক আগে থেকেই। বৃহস্পতিবার, বেলা একটায়, নবান্ন সভাঘরের এই বৈঠকে উপস্থিত থাকবেন বিভিন্ন দফতরের সচিব, উচ্চপদস্থ আধিকারিক এবং সংশ্লিষ্ট দফতরের কয়েকজন মন্ত্রী। নবান্ন সূত্রে খবর, রাজ্য, জেলা এবং ব্লক স্তরের বিভিন্ন কাজের পর্যালোচনা করা হবে এ দিনের বৈঠকে। ভার্চুয়াল মাধ্যমে জেলাশাসকদের সঙ্গেও যোগাযোগ থাকবে।
সরকারি প্রকল্পগুলি কীভাবে স্বচ্ছতার সঙ্গে বাংলার মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, তা নিয়ে আলোচনা হতে পারে এই বৈঠকে। বাংলার বাড়ির টাকায় উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানোর কাজ শুরু হয়েছে। সেই কাজে কীভাবে গতি আনা যায়, তারও নির্দেশ দেবেন মুখ্যমন্ত্রী। ২০২৫ সালের মধ্যে যে আরও ২৬ লক্ষ মানুষকে বাংলার বাড়ি প্রকল্পের সুবিধে দেওয়া হবে তার রূপরেখা নিয়েও পরিকল্পনার কথা আছে। এছাড়া ‘ঘরে ঘরে জল’ অর্থাৎ বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার যে প্রকল্প শুরু হয়েছে সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করতে পারেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, বাড়িতে বাড়িতে পানীয় জল দেওয়ার কাজে জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের কাজে সন্তুষ্ট ছিলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে বিধানসভা অধিবেশন চলাকালীন দফতরের মন্ত্রী এবং সচিবদের এই প্রকল্প নিয়ে গাফিলতির বিষয় নিয়ে সতর্ক করে দিয়েছিলেন মমতা। তাঁর সেই বার্তা কতখানি কাজে পরিণত হয়েছে সেই বিষয়ে পর্যলোচনা হতে পারে এ দিন।
অন্যদিকে সোমবারই সন্দেশখালির সভা থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, জানুয়ারির শেষ সপ্তাহে হবে দুয়ারে সরকারের বিশেষ শিবির। সেই বিষয় নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবারের বৈঠকে। সেইসঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক অস্থির পরিস্থিতির সাপেক্ষে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার সূচি থাকবে এ দিনের বৈঠকে।