পুবের কলম,ওয়েবডেস্ক: করোনা অতিমারি কাটিয়ে অবশেষে শুরু হল ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এই উৎসবকে ঘিরে প্রতিবারের মতো এবছরেও সেজে উঠেছে নন্দন চত্বর। সোমবার নজরুল মঞ্চে এই বিশেষ অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যের শুরুতে বলেন, বাংলা ছবির জৌলুস বেড়েছে। বাংলা চলচ্চিত্রের উন্নয়নে কাজ করছি। পুরনো বাংলা ছবি সংরক্ষণ করা হচ্ছে। অনেক নতুন স্টুডিও তৈরি হচ্ছে। বারুইপুরে টেলি অ্যাকাডেমি তৈরি হয়েছে। সিনে মিউজিয়াম তৈরি হচ্ছে।
এদিন মুখ্যমন্ত্রী প্রয়াত সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, ডিস্কো কিং বাপ্পি লাহিড়ীর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, যাঁরা চলে গিয়েছেন তাঁরা আর ফিরে আসবে না। তবে তাঁদের সৃষ্টিকে আমরা যেন চিরকাল মনে রাখতে পারি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, লতাজিকে বঙ্গ বিভূষণ দিতে চেয়েছিলাম। কিন্তু তা আর হল না। মুখ্যমন্ত্রী এদিন সহযোগী দেশ ফিঞল্যান্ডকে ধন্যবাদ জানান।
বিশেষ অতিথি উপস্থিত বলিউডের সুপারস্টার, সদ্য সদ্য তৃণমূলের টিকিটে জিতে আসা আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা। এদিন শত্রুঘ্ন সিনহা বলেন, আমি বরাবর বাংলা চলচ্চিত্রের অনুরাগী। বাংলা চলচ্চিত্র থেকে অনেক কিছু শিখেছি। আমি নিজে বাংলা সিনেমায় অভিনয় করেছি। অন্তর্জলী যাত্রায় অভিনয় করেছি। গৌতম ঘোষ আমার ফ্রেন্ড, ফিলোজফার অ্যান্ড গাইড।
উল্লেখ্য, উদ্বোধনী ছবি হিসেবে রয়েছে ‘অরণ্যের দিনরাত্রি’। ৪০টি দেশের মোট ১৬৩ ছবি দেখানো হবে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। আজ থেকে শুরু হয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলবে আগামী ১ মে পর্যন্ত।