নয়াদিল্লি: প্রস্তাবিত ওয়াকফ সংশোধনী বিল নিয়ে মুসলিমদের স্বার্থ ও উদ্বেগকে অগ্রাধিকার দেবে বিজেপির এনডিএ জোটের সঙ্গী পিডিপি বা তেলেগু দেশম পার্টি। দলের নেতা শ্রীকৃষ্ণ দেবরয়ালু এমনটাই জানান। জেপিসি বা যৌথ সংসদীয় কমিটির সামনে নিজেদের বক্তব্য জানাতে গিয়ে দেবরয়ালু বলেন, মুসলিমদের অবশ্যই অনুভব করতে হবে যে তাদের কন্ঠস্বর ও মতামত আইনের অবিচ্ছেদ্য অঙ্গ। নয়া বিলের মাধ্যমে ওয়াকফ সম্পত্তির পরিচালনা ও অন্যান্য দিক নিয়ে মুসলিমদের মধ্যে থেকে আপত্তি উঠেছে। এরই ফাঁকে জেপিসির সদস্য ও টিডিপি নেতা দেবরয়ালু মুসলিমদের প্রতিনিধিত্ব ও অন্তর্ভুক্তি নিশ্চিত করার কথা জানান। তাঁর কথায়, আমি নিশ্চিত করতে চাই যে, মুসলিম সমপ্রদায় যেন অনুভব করে তাদের মতামত ও অন্তর্ভুক্তি আছে। তাদের আস্থা অজর্ন ছাড়া কোনও আইন তার উদ্দেশ্য পূরণ করতে পারে না। মুসলিমদের স্বার্থকে পাশ কাটিয়ে বিজেপি আইন পাস করে, সেই প্রেক্ষিতে টিডিপি নেতার বক্তব্য তাৎপর্যপূর্ণ।
এদিকে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছে, টিডিপি আসলে নিজেদের ধর্মনিরপেক্ষ চেহারা দেখাতে চাইছে অন্যদিকে বিজেপির সঙ্গে জোট-নীতির ভারসাম্য রক্ষার পক্ষেও আছে। মুসলিম সম্প্রদায়ের জন্য ওয়াকফ সংশোধনী বিলটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ওয়াকফ সম্পত্তি, যা ধর্মীয় ও সামাজিক কল্যাণের উদ্দেশ্যে দানকৃত। মুসলিমদের সাংস্কৃতিক ও অর্থনৈতিক কাঠামো বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকার তা কেড়ে নিতে চাইছে বলে অভিযোগ।
এমন পরিস্থিতিতে টিডিপি নেতার মন্তব্যে মুসলিম সম্প্রদায়ের নেতারা আশার আলো দেখছেন। ওয়াকফ বোর্ডের এক সদস্যর মন্তব্য, একজন ‘বিজেপি-মিত্র’ আমাদের উদ্বেগের বিষয়টি বুঝেছেন, এটা আনন্দের। অন্যদিকে এক প্রবীণ কংগ্রেস নেতা বলছেন, বিজেপি সরকারের ট্র্যাক রেকর্ড আত্মবিশ্বাসকে অনুপ্রাণিত করে না। তবে টিডিপির দাবি বিজেপির অন্য মিত্রদের মুসলিমদের উদ্বেগের সমাধানের গুরুত্ব অনুধাবন করাতে পারে। কারণ দেবরয়ালু বলেছেন, আইন অবশ্যই ঐক্যবদ্ধ করবে, আইনের মাধ্যমে মানুষকে বিভক্ত উচিৎ হবে না। আমরা আশা করি বিজেপি টিডিপি-র মন্তব্যের প্রতি লক্ষ্য রাখবে এবং বিলটি সমস্ত সম্প্রদায়ের স্বার্থে কাজ করবে তা নিশ্চিত করবে।