পুবের কলম প্রতিবেদক: কানাঘুষো দীর্ঘদিন ধরেই চলছিল। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে রাজ্য পুর ও নগর উন্নয়ন দফতরের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন তাপস চট্টোপাধ্যায়। শুক্রবার বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় রাজারহাট-নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জিকে ওই দায়িত্বভার দেওয়ার কথা ঘোষণা করেন। নতুন এই গুরুদায়িত্ব কাঁধে পেয়ে আপ্লুত তাপস চট্টোপাধ্যায় মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘পুরসভায় দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সরকারের উন্নয়নকে আরও ত্বরান্বিত করব’। একই সঙ্গে, এদিন তাপস চ্যাটার্জিকে পাবলিক আন্ডারটেকিং কমিটির সদস্য হিসাবেও মনোনীত করা হয়েছে।
প্রসঙ্গত, রাজারহাট-নিউটাউন বিধানসভা থেকে ৫৬ হাজারেরও বেশি ভোটে জয়ী হয় তাপস চট্টোপাধ্যায়। পোড়-খাওয়া এই রাজনীতিবিদের দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইছিল তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের সরকার গঠনের পরই, তাপসকে পুর ও নগর উন্নয়ন দপ্তরের স্ট্যান্ডিং কমিটিতে বসানো নিয়ে গুঞ্জন চলছিল। সেই জল্পনার অবসান ঘটিয়ে, শুক্রবারের বিধানসভার অধিবেশন থেকে পাকাপাকি ভাবে রাজারহাট-নিউটাউনের বিধায়ককে ওই দায়িত্বের কথা জানানো হয়।