পুবের কলম, ওয়েবডেস্ক: পালানোর সময় সিরিয়ার আকাশপথেই অদৃশ্য আসাদের বিমান! পাওয়া যাচ্ছে না খোঁজ। তবে কি কোনও অনাকাঙ্খিত ঘটনার সম্মুখীন হয়েছে আসাদ? নাকি রয়েছে গভীর রহস্য! উঠছে প্রশ্ন। বলা বাহুল্য, বিদ্রোহীদের প্রতিরোধের মুখে রাজধানী দামাস্ক ছেড়ে পালান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। তবে পালানোর সময় তার বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে গুঞ্জন উঠেছে। যার কারণে মৃত্যু হয়েছে তার । তবে সবটাই ‘ধারণা’। এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও সলিড তথ্য পাওয়া যায়নি।
প্রথমে শোনা গিয়েছিল এক বিমানে করে কোনও অজানা গন্তব্যে পালিয়ে গিয়েছেন। এখন গুঞ্জন, হোমস শহর পার হতে গিয়ে বিদ্রোহীদের আক্রমণের মুখে পড়ে আসাদের বিমান। এর পরই সেটি অদৃশ্য হয়ে যায়। তাহলে কি বিদ্রোহীরা বিমানটিকে গুলি করে নামিয়েছে? নাকি কোনও দুর্ঘটনার কবলে পড়েছে বিমানটি! একাংশের ধারণা বিদ্রোহীদের অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সিরিয়ার প্রেসিডেন্ট নিহত হয়েছেন? অন্য মত হল, বহাল তবিয়তে আছেন সিরিয়ার প্রেসিডেন্ট। শুধুমাত্র নিরাপত্তার খাতিরে তাঁর বিমানের গতিবিধি রাডার থেকে মুছে ফেলা হয়েছে। তবে সঠিক কোনও তথ্য পাওয়া যায়নি। সবটাই রহস্যের চাদরে মোড়া।