কলকাতাSaturday, 20 November 2021
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

SSC নিয়ে সরব বিজেপির রাজ্য সভাপতি, নিয়ম বর্হিভূত নিয়োগ হয়েছে, মন্তব্য সুকান্তের

mtik
November 20, 2021 8:04 pm
Link Copied!

পুবের কলম প্রতিবেদকঃ মেধা তালিকায় নাম থাকা সত্বেও অনেকের চাকরি মেলেনি। নিয়োগের ক্ষেত্রে গরমিলের অভিযোগ তুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শনিবার মেয়ো রোডে এসএসসিতে নিয়োগের দাবিতে অবস্থান বিক্ষোভের আয়োজন করেছেন চাকরীপ্রার্থীদের একাংশ। তাঁদের ধর্না মঞ্চে এসে বিজেপি নেতা সুকান্ত মজুমদারের অভিযোগ– ‘তালিকা লঙ্ঘন’ করে নিয়োগে দুর্নীতি হয়েছে। সুকান্তর কথায়– বিক্ষোভকারীদের দাবি সম্পূর্ণ বৈধ। দ্রুত স্বচ্ছতার সঙ্গে এদের নিয়োগ হওয়া উচিৎ।

এই ইস্যুতে বিজেপি বিধানসভাতেও সরব হবে বলে উল্লেখ করেছেন সুকান্ত। তিনি জানান, এই বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলবেন তিনি। নিয়োগে পরপর যে ভাবে দুর্নীতির অভিযোগ সামনে এসেছে।

অভিযোগ আজকের নয়– অনেক দিনের। ২০১৬ সালে স্কুল সার্ভিস কমিশনের মেধা তালিকায় নাম থাকলেও হয়নি চাকরি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও কোনও সুরাহা হয়নি। তাই দিনের পর দিন অনশনে বসে চাকরির দাবি জানাচ্ছেন তাঁরা। গত ৩৪ দিন ধরে কলকাতার মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে অনশনে বসেছে চাকরিপ্রার্থীরা।

সম্প্রতি স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি নিয়োগ নিয়োও দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই মামলার শুনানিতে অত্যন্ত ক্ষুব্ধ হন বিচারপতি। ২৫ জনের নিয়োগের সুপারিশ কারা করল সেই তথ্য নেই বলে দাবি করেছে কমিশন।