পুবের কলম প্রতিবেদক: সোমবার থেকে ফের বৃষ্টি রাজ্যে। আজ থেকে কুড়ি ডিগ্রি ছাড়িয়ে যাবে সর্বনিম্ন তাপমাত্রা। সোমবার থেকে মেঘলা আকাশ। হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের পরোক্ষ প্রভাবে পূবালী হাওয়া সক্রিয় হবে। পূবালি হাওয়ায় ভর করে রাজ্যে ঢুকবে জলীয়বাষ্প। জলীয়বাষ্প থেকে মেঘ পূঞ্জীভূত হয়ে দক্ষিণবঙ্গের উপকূল ও উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী– সোমবার বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং ও কালিম্পং জেলায়।
সোম ও মঙ্গলবার হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলোতে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব-পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া ও কলকাতাতে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। মঙ্গলবার উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে। বুধবারও হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিংও কালিম্পংয়ে।
জাঁকিয়ে শীত পড়তে ১৫ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। আগামী চার থেকে পাঁচদিন বঙ্গজুড়ে অনুভূত হবে শীতের আমেজ। তবে রবিবারের পর থেকে ধীরে ধীরে বদলাতে শুরু করবে আবহাওয়া। একদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। রবিবারের পর থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। আগামী ২৩ নভেম্বর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে দুই ২৪ পরগনা– দুই মেদিনীপুর– হাওড়া ও হুগলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা।
পাহাড়ে দার্জিলিং– কালিম্পং– জলপাইগুড়ি– আলিপুরদুয়ার– কোচবিহারে হালকা বৃষ্টি হবে। আরব সাগর ও বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হতে পারে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যগুলিতে। ভারী বৃষ্টির পূর্বাভাস কর্ণাটক, রায়ালাসিমা, তামিলনাড়ু, পুদুচেরি ও করাইকালে।