পুবের কলম ওয়েবডেস্কঃ রাজ্যে করোনার বাড়বাড়ন্তের জেরে সোমবার থেকেই চালু হচ্ছে কড়া বিধিনিষেধ। সন্ধ্যা সাতটার পর আর মিলবেনা লোকাল। এমতবস্থায় দাঁড়িয়ে মেট্রো রেলেও যাত্রী পরিবহনে এলো পরিবর্তন। আগামীকাল থেকে মেট্রোতে ফের চালু হচ্ছে স্মার্ট কার্ড। দেওয়া হবেনা টোকেন । কি ভাবে করোনা সংক্রমণে রাশ টানা সম্ভব তা নিয়ে আজ রবিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জরুরি বৈঠক করেন মুখ্যসচিবের সঙ্গে। এরপরেই সাংবাদিক সন্মেলনে মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী জানিয়েদেন একগুচ্ছ নির্দেশিকা। কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন মেট্রোর সময়সূচীতে কোন পরিবর্তন হচ্ছেনা। তবে স্মার্টকার্ড থাকলে তবেই যাত্রা করা যাবে মেট্রোতে।
স্বাভাবিক ভাবেই কিছুটা কমবে মেট্রোর যাত্রী সংখ্যা বলে ধারণা। কঠোর ভাবে মানতে হবে কোভিড বিধি। না হলেই নেওয়া হবে কড়া ব্যবস্থা। উল্লেখ্য রাজ্যে করোনার সংক্রমণ ঠেকাতে ২০২০ সালে পুরোপুরি বন্ধ করে দেওয়া হ্য় গণপরিবহন ব্যবস্থা। তার ফলে বন্ধ হয়ে যায় মেট্রো পরিষেবাও।এরপর টোকেন দেওয়া বন্ধ করে দেয় মেট্রো কর্তৃপক্ষ। খুব সম্প্রতি টোকেন চালু করলেও ফের তা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল।