কলকাতাMonday, 21 June 2021
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

হাইকোর্টের নি‌র্দেশ মেনে উচ্চ প্রাথ‌মি‌কে শিক্ষক নিয়ো‌গের চূড়ান্ত তালিকা প্রকাশ এসএসসি’র

mtik
June 21, 2021 8:02 pm
Link Copied!

পু‌বের কলম প্রতি‌বেদক: দীর্ঘ জটিলতা কাটিয়ে অবশেষে প্রকাশিত হল উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের চূড়ান্ত তালিকা। কলকাতা হাইকোর্টের নি‌র্দেশ মে‌নে এই তালিকা প্রকাশ করল এসএসসি। সেইমতো উচ্চ প্রাথ‌মিকে শিক্ষক নি‌য়োগ নিয়ে ১৪,৩৩৯ জ‌ন প্রার্থী‌র চূড়ান্ত না‌মের তা‌লিকা প্রকাশ কর‌ল স্কুল সা‌র্ভিস ক‌মিশন বা এসএস‌সি। ওয়েবসাই‌টে এই তা‌লিকা প্রকাশ করা হয়ে‌ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছে ক‌মিশন।

মুখ‌্যমন্ত্রী মমতা ব‌ন্দ্যোপাধ‌্যা‌য়ের নি‌র্দেশ মোতা‌বেক সমস্ত জটিলতা কাটিয়ে অবশেষে চালু হয় উচ্চপ্রাথমিকের শিক্ষক নি‌য়োগ। স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়।

বিজ্ঞপ্তি মোতা‌বেক সোমবার এই সংক্রান্ত ইন্টারভিউয়ের লিস্ট প্রকাশ করে ক‌মিশন। খুব শীঘ্রই নি‌য়োগ শুরু হ‌বে।

সোমবার বিকেল থেকে এসএসসি-র ওয়েবসাইট www.westbengalssc.com-এ গিয়ে ওই তালিকা দেখ‌া যা‌বে।

মেধাতালিকায় থাকা কাউকে বঞ্চিত করা হবে না বলে এর আগে বার বার আশ্বস্ত করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দীর্ঘ দিন ধরে শুনানির পর সেই মেধাতালিকা বাতিল করে দেয় হাইকোর্ট। নতুন করে সব যাচাই করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু ক‌রোনার জেরে ইন্টারভিউ নেওয়া শুরু করতে পারেননি, এসএসসি কর্তৃপক্ষ। তার জন্য আদালতের কাছে সময় চেয়ে নিয়েছিলেন তাঁরা। সেই মতো রাজ্যে কোভিড বিধিনিষেধ শিথিল হওয়ার পরই নিয়োগ প্রক্রিয়া শুরু করে এসএস‌সি।

তবে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করলেও, ইন্টারভিউ কী ভাবে নেওয়া হবে,  অনলাইনে না অফলাইনে,  তা এখনও বিশদে জানানো হয়নি। ওয়েবসাইটে তালিকা দেখতে কোনও রকম সমস্যায় পড়লে অভিযোগের জন্য ৯০৫১১৭৪৭০০ এবং ৯০৫১১৭৬৫০০,  দু’টি হেল্পলাইন নম্বরও প্রকাশ করে‌ এসএস‌সি।