পুবের কলম ওয়েবডেস্কঃ বাবুঘাটে গঙ্গাসাগরের অস্থায়ী শিবিরে মৃত্যু হল দুই মহিলা পুণ্যার্থীর। এই ঘটনা কে কেন্দ্র করে শুরু হয়েছে তুমুল চাঞ্চল্য। রাত পোহালেই গঙ্গা সাগরে মকরের পুণ্যস্নান। কোভিড বিধি মেনে সাগরে পুণ্য স্নানের জন্য রওনা হচ্ছেন পুণ্যার্থীরা তার আগেই ঘটে গেল এই মর্মান্তিক ঘটনা।
এই দুই পুণ্যার্থীর মৃত্যুকে কেন্দ্র করে ইতিমধ্যেই দানা বেঁধেছে রহস্য। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে ময়দান থানার পুলিশ। এই দুই পুণ্যার্থী করোনা আক্রান্ত ছিলেন কিনা, তাঁদের আরটিপিসিআর রিপোর্ট নেগেটিভ ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
উত্তরপ্রদেশের অযোধ্যা থেকে এসেছিলেন শান্তি দেবী (৫৫) এবং নেত্রা পাল ( ৭২)। সঙ্গী পুণ্যার্থীদের দাবি এই দুই মহিলার আগে থেকেই জ্বর ছিল। বৃহস্পতিবার সকালে তাঁদের সাগরের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার কথা ছিল। কিন্তু অনেক ডাকাডাকির পরেও তাদের ঘুম না ভাঙায় খবর দেওয়া হয় পুলিশে। এরপর তাঁদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন। (ছবি প্রতীকী)