পুবের কলম ওয়েবডেস্কঃতৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার পর থেকেই পায়ের তলার মাটি খোয়াচ্ছেন শুভেন্দু অধিকারী। যত অস্বিত্বের সংকট প্রবল হচ্ছে ততই অভিযোগের সুর চড়াছেন বিজেপির বিরোধী দলনেতা। অনেকের অভিযোগ জনসমর্থন খুইয়ে গণমাধ্যমকে ব্যবহার করতে চাইছেন তিনি। পুরভোটের দিনও শুভেন্দুর গলায় সেই সুর শোনা গেল। সংবাদ শিরোনামে টিকে থাকার জন্য দিনভর ভাসিয়ে দিলেন পুলিশি হেনস্থার অভিযোগও।
সল্টলেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে উত্তেজনা। দলীয় বৈঠক চলাকালীনই শুভেন্দুর সল্টলেকের বাড়ি পুলিশ ঘিরে ফেলে বলে অভিযোগ। ভোট মিটতে ওঠে পুলিশি প্রহরা।
রাজ্যের বিরোধী দলনেতাকে বাড়ি থেকে বের হতেও বাধা দেওয়া হয় বলে অভিযোগ। শুভেন্দুর সঙ্গে বচসাও বাঁধে পুলিশের। এইদিন শুভেন্দুর সঙ্গে ছিলেন অর্জুন সিংও।
পুরভোট চলাকালীন কোনও বাইরের কোনও জনপ্রতিনিধি কলকাতায় ঢুকতে পারবেননা এই মর্মে আগেই নির্দেশিকা জারি করেছিল রাজ্য নির্বাচন কমিশন। পুলিশকে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল। রবিবার ভোট চলাকালীনই সল্টলেকে নিজের বাসভবনে দলীয় বিধায়কদের একটি বৈঠকে ডেকেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।
অভিযোগ এইদিন এমএলএ হস্টেলের গেটেও তালা ঝুলিয়ে দেয় পুলিশ। ভেতরে আটকে থাকা ১২ জন বিধায়ককে বেরতে দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন শুভেন্দু অধিকারী।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দুর দাবি একাধিক জায়গায় বিজেপি বিধায়কদের বাধা দেওয়া হয়েছে। কলকাতায় আসার পথে দুজন বিজেপি বিধায়ককে গ্রেফতার করা হয়েছে বলেও দাবি তাঁর। ১২ জন বিধায়ককে এমএলএ হস্টেলের ভেতরে আটকে রাখার অভিযোগও করেন শুভেন্দু।