পুবের কলম ওয়েব ডেস্কঃ আল্লাহর দরবারে কিং খান। পরনে রিদা ও ইজার। উষ্কখুষ্ক চুল, মুখে মাস্ক। ছবিটি সামাজিক মাধ্যমে প্রকাশ পেতেই হু হু করে ভাইরাল হয়ে যায়। সম্প্রতি ‘ডুনকির’ ছবির শুটিং- এ আরব আমিরশাহিতে গিয়েছিলেন তিনি। ডুনকির শুট শেষ করে মক্কার উমরাহতে গেলেন শাহরুখ খান। বৃহস্পতিবার রাতে শুট শেষ করে মক্কায় যান শাহরুখ। সেখানেই দেখা যায় বলিউডের কিং খানকে। শাহরুখ খানের ফ্যান পেজের তরফে ছবি শেয়ার করা হয়। যা দেখে আপ্লুত তাঁর অনুরাগীরা। সাদা পোশাকে শাহরুখ যখন উমরাহতে যান, অভিনতার সেই অবতার দেখে একের পর এক ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে উঠতে শুরু করে।
অভিনেতা আমির খান থেকে দিলীপ কুমার, কাদের খান, সংগীতশিল্পী মুহাম্মদ রাফিসহ বেশ কয়েকজন বলিউড তারকাকে হজ আর ওমরাহ করতে দেখা গেছে অতীতে।
সউদি আরবের এক সাংবাদিক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কিং খানের উমরাহ পালনের খবর প্রথম প্রকাশ করেন। একটি ভিডিওতে দেখা গেছে যে, সাদা কাপড় গায়ে জড়িয়ে শাহরুখ খান। আর তাঁকে ঘিরে রয়েছেন বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী। কিং খানের নিরাপত্তা নিয়ে কোনওরকম আপোষ করতে চায়নি সউদি প্রশাসন। তাই অভিনেতার নিজস্ব নিরাপত্তারক্ষীরা ছাড়াও মক্কায় আলাদা করে তাঁর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল বলে খবর।
বেশ কয়েক বছর আগে এক ভিডিও সাক্ষাৎকারে শাহরুখ নিজেও জানিয়েছিলেন, ‘হজ করার নিয়ত আছে তার। ছেলে আরিয়ান আর মেয়ে সুহানাকে নিয়ে ওখানে যাওয়ার ইচ্ছা আছে।’ যদিও শাহরুখের সঙ্গে এবার আরিয়ান বা সুহানা ছিলেন কি না, তা এখনও জানা যায়নি। তবে এটা নিশ্চিত যে সউদি আরবে ‘ডুনকির’-র শুটিংয়ে অংশ নিতে গেছেন শাহরুখ খান। শুটিং শেষ করে মক্কায় গেছেন বলিউড বাদশা। এরপর এখান থেকে তাঁর জেদ্দার রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে যাওয়ার কথা রয়েছে।