পুবের কলম ওয়েবডেস্ক : লতা মঙ্গেশকরের(Lata Mangeshkar) শেষকৃত্যে শাহরুখ খানের হাত তুলে ‘দুয়া’ করার ছবি নেটমাধ্যমে ভাইরাল। নেটিজেনরা অধিকাংশই এই ছবি নিয়ে প্রশংসা করলেও বিদ্বেষীরা বিদ্বেষ ছড়াতে ছাড়েননি। এক বিজেপি নেতা প্রকাশ্যেই জানতে চাইলেন, প্রার্থনার নামে শাহরুখ সুরসম্রাজ্ঞীকে ‘অসম্মান’ করেননি তো? কারণ তাঁর সন্দেহ, বলিউড অভিনেতা লতার শেষশয্যার (funeral)সামনে থুতু ছিটিয়েছেন(blew air)!
লতার শেষশয্যায় শাহরুখের শ্রদ্ধা নিবেদনের ছবিটি রবিবার বিকেল থেকেই ছড়িয়ে পড়েছিল সর্বত্র। তাতে লতার মরদেহ দেখা না গেলেও শাহরুখকে(SRK ) দেখা যায় তাঁর ধর্মীয় রীতি মেনে ‘দুয়া’ করতে। শাহরুখের পাশেই দু’হাত জোর করে শ্রদ্ধা জানাতে দেখা যায় অভিনেতার ম্যানেজার পূজা দাদলানিকে। পাশাপাশি দুই ধর্মীয় রীতিতে শ্রদ্ধা জানানোর সেই দৃশ্যটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। সুপারস্টারের প্রার্থনার প্রশংসা করেন অনেকেই। কিন্তু এর মধ্যেই এক বিজেপি নেতার টুইটে বিতর্ক দানা বাঁধে। অরুণ যাদব নামের ওই নেতা টুইটারে শাহরুখের প্রার্থনার ভিডিয়ো শেয়ার করে জানতে চান, ‘ইনি কি থুতু ছেটালেন?’
ওই বিজেপি নেতার টুইটারে ‘ভেরিফায়েড অ্যাকাউন্ট’ রয়েছে। তাতে লেখা তিনি হরিয়ানার রাজ্য বিজেপি-র ভারপ্রাপ্ত। অরুণের টুইটে অনেককেই এর পর শাহরুখ বিরোধী মন্তব্য করতেও দেখা যায়। কেউ কেউ এমনও বলেন, লতাকে শ্রদ্ধা জানানোর নামে অসম্মান করেছেন বলিউড সুপারস্টার। শাহরুখ অবশ্য কোনও মন্তব্য করেননি।শাহরুখ ভক্তরা বিজেপি নেতার সমালোচনা করে বলেছেন, ইসলামে দুয়া বা প্রার্থনা করার পর ফুঁ দেওয়ার রীতি রয়েছে। শাহরুখ তা-ই করেছেন। এতে শিল্পীকে কোনও ভাবেই অসম্মান করা হয়নি।
আসলে বিদ্বেষকে প্রতিদিন ট্রেন্ডিং করা হচ্ছে।শাহরুখের মত বড় মাপের ব্যক্তিত্বের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ালে তা ভাইরাল করতে সুবিধা হয়। তা নিয়ে সোশ্যাল সাইটে একদফা ব্যবসাও করে নেন অনেকে। বিদ্বেষ এবং শাহরুখ ব্যাপক সাবজেক্ট । মাই নাম ইজ খান ছবিতে শারুখ যে ডায়লগ দিয়েছিলেন তা আজও ভীষণভাবে প্রাসঙ্গিক। ‘মাই নেম ইজ খান, আই এম নট এ টেরোরিস্ট।’