কলকাতাSaturday, 2 October 2021
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

ভবানীভবন থেকে সরছে একাধিক গুরুত্বপূর্ণ দফতর

mtik
October 2, 2021 8:23 pm
Link Copied!

পুবের কলম প্রতিবেদক:­  ভবানীভবন থেকে সরিয়ে ফেলা হবে একাধিক গুরুত্বপূর্ণ দফতর। সিআইডি সূত্রে খবর– ভবানীভবন থেকে সল্টলেকের আরক্ষা ভবনে সরিয়ে ফেলা হবে একাধিক গুরুত্বপূর্ণ দফতর। ভবানীভবন থেকে রাজ্য পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চকে সরিয়ে সল্টলেকের আরক্ষা ভবনের ছ’তলায় পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে সাইবার ক্রাইম–  বম্ব স্কোয়াড–  ফিঙ্গার প্রিন্ট এই তিনটে দফতর সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আরক্ষা ভবনের সাত তলায়।পাশাপাশি–  ভবানীভবন থেকে স্থানান্তরিত হচ্ছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের দফতরও।

সূত্রের খবর অনুযায়ী–  সিআইডির এই তিন বিভাগ এবং ইবির নতুন ঠিকানা হতে চলেছে সল্টলেকের আরক্ষা ভবন। ওই বহুতলের সাত তলায় হবে রাজ্য পুলিশের গোয়েন্দা দফতর এবং ছ’তলায় হবে ইবির দফতর। এর আগে ভবানীভবন থেকে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে আরক্ষা ভবনের ৫ তলায় পাঠানোর নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ অনুযায়ী–  ইতিমধ্যেই ওই দফতর আরক্ষা ভবনে স্থানান্তর করা হয়েছে। এবারে ইবি এবং সিআইডির দফতরও স্থানান্তর করার তোড়জোড় শুরু হয়েছে। যদিও কবে সিআইডি ও ইবির নতুন ঠিকানায় স্থানান্তর হবে তার দিনক্ষণ জানা যায়নি।

সূত্রের খবর– মূলত জায়গার অভাবের কারণেই গোয়েন্দা শাখার তিন বিভাগের ঠিকানা বদল হচ্ছে। আরক্ষা ভবনে অনেকটা বেশি জায়গা নিয়ে কাজ করা সম্ভব হবে বলেই মনে করছে সংশ্লিষ্ট দফতরগুলি।