বাগদাদ, ১৯ অক্টোবর: ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধাদের ‘সন্ত্রাসী’ হিসেবে অভিহিত করায় ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত সউদি আরবের একটি টিভি চ্যানেলের অফিসে প্রায় ৫০০ মানুষ হামলা চালিয়েছে। এছাড়া অফিসটিতে আগুন ধরিয়ে দিয়েছে তারা।
হামাস ছাড়াও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইরাকি মোবিলাইজেশন ফোর্সের যোদ্ধাদেরও ‘সন্ত্রাসী’ হিসেবে অভিহিত করে প্রতিবেদন প্রচার করেছে সউদি মালিকানাধীন টিভি চ্যানেল মিডেল ইস্ট ব্রডকাস্টিং সেন্টার (এমবিসি)।
এরপর টিভি চ্যানেলটির বাগদাদ অফিসে হামলা চালায় ক্ষুব্ধ জনতা।
টিভি চ্যানেলটি বলেছে, ‘হামলায় অফিসের অনেক ইলেকট্রনিক যন্ত্রাংশ, কম্পিউটার ও ভবনের একটি অংশ ধ্বংস হয়ে গিয়েছে।’
ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রকের এক কর্মকর্তা জানিয়েছেন, ওই ভবনের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং যেসব মানুষ টিভি অফিসে হামলা চালাতে এসেছিলেন তাদের সরিয়ে দিয়েছে পুলিশ।
read more:নরবলি! ওড়িশার জঙ্গল থেকে উদ্ধার বালকের দেহ
ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস দেশের স্বাধীনতার জন্য কয়েক দশক ধরে লড়াই করছে। এছাড়া দখলদার ইসরাইলের বিরুদ্ধে লেবানের অখণ্ডতা রক্ষায় কাজ করছে হিজবুল্লাহ। মধ্যপ্রাচ্যের দেশগুলির বেশিরভাগ মানুষ হামাস ও হিজবুল্লাহর সদস্যদের মুজাহিদ হিসেবে দেখে। তবে হামাস ও হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠনের তকমা দিয়েছে পশ্চিমা বিশ্ব।
2 Comments
Pingback: মালয়েশিয়ায় শ্রমিকদের ন্যূনতম মজুরি ১,৭০০ রিংগিত - PuberKalom.com
Pingback: হামাস বেঁচে আছে-বেঁচে থাকবেঃ সিনওয়ারের মৃত্যু নিয়ে মন্তব্য খামেনির