পুবের কলম, ওয়েবডেস্ক: এবার খরগপুর আইআইটিতে রহস্যমৃত্যু এক যুবকের। নাম সাকির আলি মোল্লা (২৯। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার সামালি গ্রামের বাসিন্দা সাকির আলির। জানা গেছে, কেমিস্ট্রি বিভাগের জুনিয়র টেকনিশিয়ন তথা জুনিয়র ল্যাবরেটরি কাজে নিযুক্ত ছিলেন তিনি। এদিন তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে।
READ MORE : আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, তদন্তে পুলিশ
উল্লেখ্য, ২০২২ সালের ডিসেম্বর মাসে খড়গপুর আইআইটিতে যোগ দেন সাকির। ক্যাম্পাসের কোয়ার্টারেই থাকতেন তিনি। শুক্রবার সকাল থেকেই তাঁকে দেখতে পাওয়া যাচ্ছিল না। সন্দেহ হওয়ায় তাঁকে খুঁজতে শুরু করে সহকর্মীরা। তাঁকে খুঁজতে খুঁজতে সাকিরের কোয়ার্টারেই পৌঁছে যান। সেখানে সাকিরকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন তাঁর সহকর্মীরা। প্রাথমিকভাবে পুলিশ এটাকে আত্মহত্যার ঘটনা বলেই মনে করছে পুলিশ।তাঁকে দেখতে পেয়েই খবর দেওয়া হয় হিজলি ফাঁড়ির পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় তাঁরা। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তবে ঠিক কি কারণে এহেন পদক্ষেপ গ্রহণ করেছে সাকির তা এখনও অজানা। ঘনীভূত হচ্ছে রহস্য। বিষয়টি খতিয়ে দেখছে আইআইটির সিকিউরিটি এবং পুলিশ। খবর দেওয়া হয়েছে সাকিরের পরিবারকে।