পুবের কলম প্রতিবেদক : কলকাতা বইমেলায় প্রকাশিত হল ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালায়ের রেজিস্টার ডক্টর সায়েদুর রহমানের লেখা গবেষনামূলক ইংরাজি প্রবন্ধ ‘‘সাম অ্যাসপেক্টস্ অব অ্যাস্টিভেসন ইন দ্যা জায়েন্ট আফ্রিকান ল্যান্ড স্নেল’’। ‘সমকালের জিয়নকাঠি প্রকাশনা’ ও সংস্থার আয়োজনে বুধবার কলকাতা ৪৫ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার মূল অডিটরিয়ামে ডক্টর সায়েদুর রহমানের লেখা প্রবন্ধ-সহ বিভিন্ন লেখকের আরও ১০ টি গ্রন্থ প্রকাশ হয়েছে।
যেখানে উপস্থিত ছিলেন, ইংরাজি প্রবন্ধের লেখক সায়েদুর রহমান। তাঁর নয়া গ্রন্থ সম্পর্কে লেখক জানান, বইটি জল শামুকের উপর গবেষনামূলক লেখা। জল শামুকের শীতঘুম কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে তার উপরেই মূল গবেষনা রয়েছে সাম অ্যাসপেক্টস্ অব অ্যাস্টিভেসন ইন দ্যা জায়েন্ট আফ্রিকান ল্যান্ড স্নেল প্রবন্ধটিতে’। এরই আগে তাঁর আরও ৩ টি ইংরাজি গবেষনা মূলক প্রবন্ধ বই প্রকাশিত হয়েছে।
এদিন মহিলা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারের লেখা গ্রন্থ ছাড়াও সমকালের জিয়নকাঠি প্রকাশনার সমগ্র বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট কথা সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়, মালবিকা গোস্বামী শর্মিষ্ঠা গোস্বামী, আরফান আলি বিশ্বাস, ডক্টর সনৎ কুমার নস্কর, অমিতাভ সিরাজ, ডক্টর আব্দুর রহিম গাজী, ডক্টর সুরঞ্জন মিদ্দে-সহ আরও অনেকেই। সমকালের জিয়নকাঠি প্রকাশক নাজিবুল ইসলাম মণ্ডল জানান, লেখকদের বই গুলি পাওয়া যাবে লিটিল ম্যাগাজিন স্টলে।