পুবের কলম ওয়েবডেস্ক: ২০২১-এর ৩১ ডিসেম্বর পর্যন্ত রোড ট্যাক্স এবং অতিরিক্ত ট্যাক্স মুকুব। ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তথ্য প্রযুক্তি এবং বৈদ্যুতিন বিভাগের জন্য বরাদ্দ হয়েছে ১৮৩ কোটি ৫১ লক্ষ কোটি টাকা। উপভোক্তা বিষয়ক খাতে বরাদ্দ ১১৪ কোটি ১৫ লক্ষ কোটি টাকা। আগের অর্থবর্ষে ২ লক্ষ ৫৫ হাজার ৬৭৭ কোটির বাজেট ছিল। ২০২১-২২ অর্থবর্ষে তা বেড়ে ৩ লক্ষ ৮ হাজার ৭২৭ কোটি টাকা। ২০.০৭ শতাংশ বেড়েছে।
রাজ্যের প্রাপ্য টাকা দিচ্ছে না কেন্দ্র। রাজ্য বাজেট পেশের পর কেন্দ্রের বিরুদ্ধে ফের বঞ্চনার অভিযোগে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি একগুচ্ছ ঘোষণাও করেছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘৬০ হাজার কোটি টাকা থেকে বঞ্চিত বাংলা। আমফানে ক্ষতি হয়েছে প্রায় ২ হাজার কোটি টাকারও বেশি। কেন্দ্রের কাছে আবেদন করে আমাদের টাকাই আমরা পেয়েছি। ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত রোড ট্যাক্স মকুব। বেসরকারি বাসের জন্য ৩১ ডিসেম্বর পর্যন্ত রোড ট্যাক্স মুকুব। বাংলা এগিয়ে, কেন্দ্র দেশের অর্থনীতিটাই শেষ করে দিয়েছে। কেন্দ্রের এত বঞ্চনা সত্ত্বেও বাংলা এগিয়ে। কৃষক বন্ধু প্রকল্পের জন্য ২ হাজার কোটির বেশি বরাদ্দ। স্বাস্থ্য সাথী প্রকল্পের জন্য ১ হাজার ৯০০ কোটি বরাদ্দ। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ। একশো দিনের কাজে দেশে বাংলা এক নম্বরে। রঘুনাথপুরে ৭২ হাজার কোটি টাকার শিল্প আসছে। সিলিকন ভ্যালিতে হাজার কোটির বেশি বিনিয়োগ এসেছে।