পুবের কলম, ওয়েবডেস্ক: একাধিক শর্ত আরোপ করে অবশেষে ‘হাইব্রিড মডেলে’ চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে রাজি হয়েছে পাকিস্তান। তবে জট এখনও পুরোপুরি কাটেনি। কারণ ভারত ও পাকিস্তান নিজ নিজ বক্তব্যে অনড় রয়েছে।
প্রতিযোগিতার সূচিও ঘোষণা করতে পারেনি আইসিসি। এই অবস্থায় ভারত ও পাকিস্তানকে নিজেদের দ্বন্দ্ব নিজেদেরই মিটিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে আইসিসি। আর তাতে মধ্যস্থতা করার জন্য আরও দু’তিনটি দেশের ক্রিকেট বোর্ডকে এগিয়ে আসার জন্য অনুরোধ করা হয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার পক্ষ থেকে।
আগামী ৪৮ ঘন্টার মধ্যে সমাধানের রাস্তা খোঁজার পরামর্শ দেওয়া হয়েছে। এই বিষয়ে বিসিসিআইয়ের সভাপতি রাজীব শুক্লা জানিয়েছেন, তারা পিসিবি ও আইসিসির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারত-পাক বিরোধের সমাধান না হলে, তার প্রভাব পড়তে পারে আইসিসির সম্প্রচার আয় এবং পুরো ইভেন্টের ওপরে।