পুবের কলম, ওয়েবডেস্ক: প্রয়াত খ্যাতনামা গজল শিল্পী ভূমিন্দর সিং। সোমবার জুহুর হাসপাতালে সন্ধে ৭.৪৫ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ এই প্রসিদ্ধ গায়ক। শিল্পীর মৃত্যুতে শোকে ছায়া সংগীত জগতে। মঙ্গলবার ভূপিন্দর সিংয়ের শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানিয়েছেন তাঁর স্ত্রী তথা জনপ্রিয় গায়িকা মিতালি সিং।
বর্তমানে আশি বছর পার করে ছিলেন তিনি। বার্ধ্যেকের কারণে নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। কয়েকদিন আগে হাসপাতালে ভর্তি হন তিনি। চিকিৎসকদের অনুমান, কোলন ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন ভূপিন্দর সিং। তার উপর আবার করোনা টেস্টেরও রিপোর্ট পজিটিভি আসে। ফলে বয়োপসি আর করা যায়নি। গজলশিল্পী হিসেবে খ্যাতি ছিল দেশজোড়া তাঁর।
জন্ম অমৃতসরে। বাবার কাছেই গানের তালিম নেওয়া শুরু করেন তিনি। ভূপিন্দর সিং- কেরিয়ার শুরু করেন অল ইন্ডিয়া রেডিও থেকে। দিল্লি দূরদর্শন সেন্টারের সঙ্গেও যুক্ত ছিলেন শিল্পী। ‘দিল ঢুনঢতা হ্যায়’, ‘নাম গুম জায়েগা’, ‘এক আকেলা ইস শহর মে’, ‘বিতি না বিতাই ‘রয়না’-এর মতো একাধিক জনপ্রিয় গান শ্রোতাদের উপহার দিয়েছেন তিনি।