১৩ জুলাই ২০২৫, রবিবার, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

পাঁচবছর ধরে সর্বোচ্চ আয়করদাতা, বিশেষ সন্মান পেলেন ” খিলাড়ি অক্ষয়”

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৫ জুলাই ২০২২, সোমবার
  • / 34

 

পুবের কলম ওয়েবডেস্কঃ বিগত পাঁচ বছর ধরে বিনোদন জগতে তিনিই সর্বোচ্চ করদাতা। তাই শংসাপত্র এবং বিশেষ ফলক দিয়ে বলিউড অভিনেতা অক্ষয় কুমার কে সম্মানিত করল ভারতীয় আয়কর দফতর। ” খিলাড়ি”র এহেন সাফল্যে খুশি বলিউডও। আয়কর না দেওয়ার জন্য যখন দেশজুড়ে তাবড়-তাবড় মানুষদের নাম উঠে আসে সেখানেই ব্যতিক্রমী হলেন ” প্যাডমান”।

আরও পড়ুন: বিজেপির টিকিটে ২০২৪ লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন মাধুরী

তবে এই মূহুর্তে শুটিংয়ের জন্য দেশের বাইরে রয়েছেন অক্ষয়। তাই তাঁর টিমের সদস্যরাই এই সন্মাননা গ্রহণ করেছে।

আরও পড়ুন: মণিপুরে মধ্যযুগীয় বর্বরতার ঘটনায় সরব বলিউড, সোচ্চার অক্ষয় কুমার, কিয়ারা থেকে সোনু সুদ

টিনু দেশাইয়ের ছবির শুটিংয়ের জন্য লন্ডনে আছেন অক্ষয়। যদিও তাঁর অভিনীত মুক্তি প্রাপ্ত শেষ ছবি সম্রাট পৃথ্বীরাজ। বিপরীতে ছিলেন মানুসী চিল্লার। যদিও বক্স অফিসে সেভাবে সাড়া ফেলতে পারেনি পৃথ্বীরাজ। তবুও বলিউডের অনেক অভিনেতার থেকেই অক্ষয়ের আয় অনেক বেশি। প্রচুর বিজ্ঞাপনও করেন তিনি। তাই যে অর্থ বার্ষিক তিনি উপার্জন করেন, তার যথাযথ আয়কর মেটাতেও কোন দ্বিধা নেই এই জনপ্রিয় বলিউড অভিনেতার। এমনটাই বলছেন ফিল্মি সমালোচকরাও।

আরও পড়ুন: পাঁচ বছরে কমবে দেড় কোটি চাকরি

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পাঁচবছর ধরে সর্বোচ্চ আয়করদাতা, বিশেষ সন্মান পেলেন ” খিলাড়ি অক্ষয়”

আপডেট : ২৫ জুলাই ২০২২, সোমবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ বিগত পাঁচ বছর ধরে বিনোদন জগতে তিনিই সর্বোচ্চ করদাতা। তাই শংসাপত্র এবং বিশেষ ফলক দিয়ে বলিউড অভিনেতা অক্ষয় কুমার কে সম্মানিত করল ভারতীয় আয়কর দফতর। ” খিলাড়ি”র এহেন সাফল্যে খুশি বলিউডও। আয়কর না দেওয়ার জন্য যখন দেশজুড়ে তাবড়-তাবড় মানুষদের নাম উঠে আসে সেখানেই ব্যতিক্রমী হলেন ” প্যাডমান”।

আরও পড়ুন: বিজেপির টিকিটে ২০২৪ লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন মাধুরী

তবে এই মূহুর্তে শুটিংয়ের জন্য দেশের বাইরে রয়েছেন অক্ষয়। তাই তাঁর টিমের সদস্যরাই এই সন্মাননা গ্রহণ করেছে।

আরও পড়ুন: মণিপুরে মধ্যযুগীয় বর্বরতার ঘটনায় সরব বলিউড, সোচ্চার অক্ষয় কুমার, কিয়ারা থেকে সোনু সুদ

টিনু দেশাইয়ের ছবির শুটিংয়ের জন্য লন্ডনে আছেন অক্ষয়। যদিও তাঁর অভিনীত মুক্তি প্রাপ্ত শেষ ছবি সম্রাট পৃথ্বীরাজ। বিপরীতে ছিলেন মানুসী চিল্লার। যদিও বক্স অফিসে সেভাবে সাড়া ফেলতে পারেনি পৃথ্বীরাজ। তবুও বলিউডের অনেক অভিনেতার থেকেই অক্ষয়ের আয় অনেক বেশি। প্রচুর বিজ্ঞাপনও করেন তিনি। তাই যে অর্থ বার্ষিক তিনি উপার্জন করেন, তার যথাযথ আয়কর মেটাতেও কোন দ্বিধা নেই এই জনপ্রিয় বলিউড অভিনেতার। এমনটাই বলছেন ফিল্মি সমালোচকরাও।

আরও পড়ুন: পাঁচ বছরে কমবে দেড় কোটি চাকরি