পুবের কলম ওয়েবডেস্কঃ কালীপুজোর সঙ্গে নাকি ডাকাতদের একটা অঙ্গাঙ্গী সম্পর্ক আছে। কানে তাদের জবা ফুল, রক্ত চক্ষু, দেবী আরাধনা সেরে তারা যেত ডাকাতি করতে। বাংলা সাহিত্য জুড়ে রয়েছে রঘু ডাকাত, চিতে ডাকাত, বিশে ডাকাতদের নানা কাহিনী।
এবার রঘু ডাকাতের ভূমিকায় দেখা যাবে দেবকে । গোলন্দাজের দুর্দান্ত সাফল্যের পর এবার চলচ্চিত্রের পর্দায় রঘু ডাকাতের চরিত্রে দেখা যাবে দেবকে।
গোলন্দাজের অসাধারণ সাফল্যের পর এবার ফের পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুটি বাধতে চলেছেন দেব। আজ বৃহস্পতিবার কালীপুজোর সকালেই এই কথা জানানো হয়েছে।
আসলে গোলন্দাজ বেশ ভালো ব্যবসা করেছে। করোনা আবহেও লোকে হলমুখী হয়েছেন।
জনমানসে এবং বিভিন্ন বইয়ে প্রচলিত রঘু ডাকাতের দুর্ধর্ষ সব রোমাঞ্চকর কাহিনীর মিশেল নাকি হতে চলেছে এই ছবি। সঙ্গে থাকবে নীল বিদ্রোহের ঘটনাও। কীভাবে নীল বিদ্রোহে যোগ দিয়ে তা পরিচালনা করে ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল বাংলার একসময়ের এই দুর্ধর্ষ ডাকাত, চিত্রনাট্যে থাকছে সে ঘটনাও।ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে রঘু ডাকাতের পোস্টারও। এবার বাংলার চলচ্চিত্রপ্রেমীদের সঙ্গে রঘু ডাকাতের ভূমিকায় দেবের মোলাকাত হওয়াটাই যা বাকি।