পুবের কলম ওয়েবডেস্কঃ আজ কালীপুজোয় দর্শনার্থীদের যাতে দক্ষিণেশ্বরে দেবী দর্শনে বিঘ্ন না ঘটে তার জন্য চালানো হবে বিশেষ মেট্রো।
তবে থাকছেনা টোকেন, স্মার্টকার্ডেই যাতায়াত করতে হবে যাত্রীদের। মেট্রোরেল সূত্রে জানা যাচ্ছে রাত ১০টায় কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশে রওনা দেবে একটি ট্রেন। সেই ট্রেনটি দক্ষিণেশ্বর পৌঁছোবে রাত ১১টা ৩ মিনিটে।
এই বিশেষ দিনটিতে দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণে বহু পুণ্যার্থী ভিড় করেন । তাদের কথা মাথায় রেখেই এই সিন্ধান্ত নিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ।
যদিও এই দিন অন্যান্য দিনের থেকে চলছে কম মেট্রো। ২৬৬টির বদলে চলছে ২১৫টি ট্রেন। আপ লাইনে চলছে ১০৮টি এবং ডাউন দিয়ে চলছে মোট ১০৭টি মেট্রো।
এইদিন সকাল সাড়ে সাতটায় প্রথম মেট্রো কবি সুভাষ থেকে রওয়ানা দখিণেশ্বর এর উদ্দেশ্যে।
দক্ষিণশ্বর থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা বেজে ১৮ মিনিটে।
এদিন সকালে ও বিকেলের ব্যস্ত সময়ে মেট্রো পরিষেবা পাওয়া যাবে ৭ মিনিট অন্তর।
এর পাশাপাশি লোকাল ট্রেন চালু হয়ে যাওয়ার জন্য দক্ষিণেশ্বরে দমদম থেকে মেট্রো করেও আসতে পারবেন সাধারণ মানুষ।