কলকাতাSunday, 17 October 2021
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

আর জি করে কাটলনা জট,অধ্যক্ষের ইস্তফার দাবিতে অনড় মেডিকেল পড়ুয়ারা

mtik
October 17, 2021 7:43 pm
Link Copied!

পুবের কলম প্রতিবেদকঃ আর জি কর হাসপাতালের জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জেরে চিকিৎসা পরিষেবা ব্যাহত। রবিবার হাসপাতালের পড়ুয়াদের আন্দোলন থামাতে বিধায়ক– সাংসদদের  সঙ্গে জুনিয়র চিকিৎসকদের বৈঠক হয়। স্বাস্থ্য দফতরের তরফে পাঠানো সদস্যরা ওই বৈঠকে উপস্থিত হন। জুনিয়র ডাক্তার অর্থাৎ ছাত্রছাত্রীদের সঙ্গে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আলোচনা হয় সদস্যদের। তবে ছাত্ররা তাদের আন্দোলনে অনড় থাকার কথা জানিয়েছে।

 স্বাস্থ্য দফতরের পাঠানো ওই জনপ্রতিনিধিদের মধ্যে ছিলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন–  বিধায়ক নির্মল মাজি– অতীন ঘোষ– তাপস রায়– পরেশ পাল প্রমুখ।  

 এদিকে আন্দোলনের ফলে বহু রোগী এমাজেন্সি বিভাগ থেকে ফিরে যাচ্ছেন অন্য হাসপাতালে। রোগী পরিবারের বক্তব্য– এভাবে হাসপাতালে আন্দোলন চলতে থাকলে রোগীরা কীভাবে চিকিৎসা পাবেন।

গত ৯ অক্টোবর থেকে কর্মবিরতি শুরু করেন আর জি কর হাসপাতালের ইন্টার্নরা। উল্লেখ্য – মানববন্ধন চলাকালীন বেলগাছিয়া ব্রিজে ইন্টার্নদের উপরে স্থানীয় কয়েকজন দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। এই ঘটনার জেরে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি শুরু হয়। অধ্যক্ষকে দীর্ঘক্ষণ ধরে আটকে রাখা হয় বলে  অভিযোগ। এই ঘটনা সামাল দিতে হাসপাতালের অধ্যক্ষ ছাত্রছাত্রীদের বাড়িতে পুলিশ দিয়ে ফোন করানোর অভিযোগ ওঠে। এর ফলে ছাত্ররা তাদের আন্দোলনকে আরও জোরদার করে।